প্রেস বিজ্ঞপ্তি :
শীতের ঠান্ডা আবহাওয়া গরম করতে বরিশাইল্লারা আইছে তোগো মাছ আর পিঠা খাওয়াইতে।
ধান নদী খাল, এই তিনে বরিশাল। তাই নদীর দেশের এই আয়োজন হবে ইতিহাসের আরেক স্বাক্ষী।
বরিশাইল্লা বন্ধুরা মিলে পুরা দেশের বন্ধুদের জন্য আয়োজন করছি এক মিলনমেলার।
হ্যা এই মহা মিলনমেলা হবে বিশুদ্ধ বাতাসের নগরী বরিশালে।
ভেন্যু : কীর্তনখোলা নদীর পাশেই "রাইতা পিকনিক স্পট" বরিশাল
তারিখঃ ২৭'শে ডিসেম্বর রোজ শুক্রবার ২০১৯
ফিঃ ১০০০/- (১০ বছর বয়স থেকে এর উপরের সবার জন্য মানেবন্ধু/গেষ্ট/কিশোর/কিশোরি)
৩- ১০ বছরের নিচের সোনামনিদের ফি ৬০০/- । ( তবে এর নিচের কোনো বাচ্চার প্লেট লাগলে রেজিঃ ফি ৬০০/- দিয়ে করে নিবি)
রেজিঃ শেষ তারিখ ২২ এ ডিসেম্বর ২০১৯
এ আয়োজনে যা যা থাকছেঃ
খাবারঃ
১. সকালের নাস্তা
২. দুপুরে ভুড়িভোজ
৩. বিকেলে নাস্তা
৪. পান পয়েন্ট
৫. পিঠা পয়েন্ট
সাংস্কৃতিক অনুষ্ঠানঃ
১. বন্ধুদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
২. কনসার্ট উইথ ব্যান্ড & ফোক।
আয়োজনে আরো যা যা থাকছেঃ
১. পুরষ্কারসহ ঘরোয়া গেমস
২. বিভিন্ন ইভেন্ট(মজার ও হাশিতামাশার)
৩. সারপ্রাইজ ইভেন্ট
৪. র্যাফেল ড্র
দেখতো এক দিনে কত্ত কিছু। সবকিছুই হচ্ছে বন্ধুদের জন্য।
ঐতিহাসিক এই মিলনমেলার স্বাক্ষী থেকে নিজেকে বঞ্চিত করিস না, কারন এটাই বরিশালে ২০০৪ এর প্রথম সর্ববৃহত আয়োজন। তাহলে আর দেরি কিসের!! মনে রাখিস পরে কিন্তু সিট নাও পাইতে পারিস। তাই নিজের বন্ধুদের ও পরিবারসহ দ্রুত রেজিঃ করে ফেল।
রেজিস্ট্রেশন এর দ্বায়িত্বেঃ
বিকাশঃ
১. Nushrat Zaman Nonda(বরিশাল)- 01727328853
২. Jannatul Ferdoush Mukta(ঝালকাঠি)- 01731751255
৩. Nahid Nusrat Tisha ( ভোলা) – 01725852121
৪. Shahid Patuakhali(পটুয়াখালি)- 01717967882
৫. salsabil manin (বরগুনা)- 01710703290
৬. Abdul Aziz(ঢাকা)- 01911012797
৭. Alif Mir Bahar (ঢাকা) – 01670204407
রকেট:
১.শহীদ – 01717967882(8)
★ রেজিঃ এর টাকা অফেরতযোগ্য ও টাকা প্রদানের পরেই তাকে কনফার্ম ধরা হবে।
★ প্রয়োজনে আয়োজক কমিটি প্রোগ্রাম এর যেকোনো নতুন কিছু সং যোজন কিংবা বিয়োজন করতে পারে।
★ ভলান্টিয়ার, ইভেন্টের ডিটেইলস, খাবারদাবার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরো বিস্তারিত আসবে সামনের পোষ্ট গুলোয়।
বরিশালের বাহিরের বন্ধুদের আসা যাওয়ার খরচ এর বাহিরে। এলাকাভিত্তিক টিম করে দেয়াহবে বা করে নিতে পারিস রেজিঃ এর পরে।আর ঢাকা থেকে ২ জনকে দ্বায়িত্ব দেয়া হবে যারা বাহিরের বন্ধুদের সাথে সমন্বয় করে সকল সহযোগিতা করবে।
বিঃদ্রঃ এই প্রোগ্রামটি বরিশাল অঞ্চল থেকে আয়োজিত সারা দেশের বন্ধুদের জন্য ঢাকার বাহিরে প্রথম ও সর্ববৃহত প্রোগ্রাম। এটির সম্পুর্ণ দ্বায়িত্ব আমাদের আয়োজক কমিটির।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০