ঢাকাশুক্রবার , ১৫ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. বিনোদন

বরিশালে এসএসসি ২০০৪ সালের বন্ধুদের নিয়ে” Together For Ever-2019″ অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর

প্রতিবেদক
নিউজ ভিশন
২৭ নভেম্বর ২০১৯, ৩:১৮ পূর্বাহ্ণ

Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি :

শীতের ঠান্ডা আবহাওয়া গরম করতে বরিশাইল্লারা আইছে তোগো মাছ আর পিঠা খাওয়াইতে।
ধান নদী খাল, এই তিনে বরিশাল। তাই নদীর দেশের এই আয়োজন হবে ইতিহাসের আরেক স্বাক্ষী।
বরিশাইল্লা বন্ধুরা মিলে পুরা দেশের বন্ধুদের জন্য আয়োজন করছি এক মিলনমেলার।
হ্যা এই মহা মিলনমেলা হবে বিশুদ্ধ বাতাসের নগরী বরিশালে।

ভেন্যু : কীর্তনখোলা নদীর পাশেই “রাইতা পিকনিক স্পট” বরিশাল  

তারিখঃ ২৭’শে ডিসেম্বর রোজ শুক্রবার ২০১৯

ফিঃ ১০০০/- (১০ বছর বয়স থেকে এর উপরের সবার জন্য মানেবন্ধু/গেষ্ট/কিশোর/কিশোরি)

৩- ১০ বছরের নিচের সোনামনিদের ফি ৬০০/- । ( তবে এর নিচের কোনো বাচ্চার প্লেট লাগলে রেজিঃ ফি ৬০০/- দিয়ে করে নিবি)

রেজিঃ শেষ তারিখ ২২ এ ডিসেম্বর ২০১৯

এ আয়োজনে যা যা থাকছেঃ

খাবারঃ

১. সকালের নাস্তা
২. দুপুরে ভুড়িভোজ
৩. বিকেলে নাস্তা
৪. পান পয়েন্ট
৫. পিঠা পয়েন্ট

সাংস্কৃতিক অনুষ্ঠানঃ

১. বন্ধুদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
২. কনসার্ট উইথ ব্যান্ড & ফোক।

আয়োজনে আরো যা যা থাকছেঃ
১. পুরষ্কারসহ ঘরোয়া গেমস
২. বিভিন্ন ইভেন্ট(মজার ও হাশিতামাশার)
৩. সারপ্রাইজ ইভেন্ট
৪. র‍্যাফেল ড্র

দেখতো এক দিনে কত্ত কিছু। সবকিছুই হচ্ছে বন্ধুদের জন্য।

ঐতিহাসিক এই মিলনমেলার স্বাক্ষী থেকে নিজেকে বঞ্চিত করিস না, কারন এটাই বরিশালে ২০০৪ এর প্রথম সর্ববৃহত আয়োজন। তাহলে আর দেরি কিসের!! মনে রাখিস পরে কিন্তু সিট নাও পাইতে পারিস। তাই নিজের বন্ধুদের ও পরিবারসহ দ্রুত রেজিঃ করে ফেল।

রেজিস্ট্রেশন এর দ্বায়িত্বেঃ

বিকাশঃ

১. Nushrat Zaman Nonda(বরিশাল)- 01727328853
২. Jannatul Ferdoush Mukta(ঝালকাঠি)- 01731751255
৩. Nahid Nusrat Tisha ( ভোলা) – 01725852121
৪. Shahid Patuakhali(পটুয়াখালি)- 01717967882
৫. salsabil manin (বরগুনা)- 01710703290
৬. Abdul Aziz(ঢাকা)- 01911012797
৭. Alif Mir Bahar (ঢাকা) – 01670204407

রকেট:

১.শহীদ – 01717967882(8)

রেজিঃ এর টাকা অফেরতযোগ্য ও টাকা প্রদানের পরেই তাকে কনফার্ম ধরা হবে।

★ প্রয়োজনে আয়োজক কমিটি প্রোগ্রাম এর যেকোনো নতুন কিছু সং যোজন কিংবা বিয়োজন করতে পারে।

★ ভলান্টিয়ার, ইভেন্টের ডিটেইলস, খাবারদাবার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরো বিস্তারিত আসবে সামনের পোষ্ট গুলোয়।

বরিশালের বাহিরের বন্ধুদের আসা যাওয়ার খরচ এর বাহিরে। এলাকাভিত্তিক টিম করে দেয়াহবে বা করে নিতে পারিস রেজিঃ এর পরে।আর ঢাকা থেকে ২ জনকে দ্বায়িত্ব দেয়া হবে যারা বাহিরের বন্ধুদের সাথে সমন্বয় করে সকল সহযোগিতা করবে।
বিঃদ্রঃ এই প্রোগ্রামটি বরিশাল অঞ্চল থেকে আয়োজিত সারা দেশের বন্ধুদের জন্য ঢাকার বাহিরে প্রথম ও সর্ববৃহত প্রোগ্রাম। এটির সম্পুর্ণ দ্বায়িত্ব আমাদের আয়োজক কমিটির।

258 Views

আরও পড়ুন

কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে গ্রাহকদের মাঝে আমের চারা বিতরণ

মাউশি’র উপপরিচালককে শুভেচ্ছা জানালো শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালীর নেতৃবৃন্দ

৫৫তম সীরতুন্নবী (সঃ) মাহফিল বাস্তবায়নে প্রস্তুতি সভা সম্পন্ন

দোয়ারাবাজারে বিজিবির ওপর হামলার ঘটনায় করা মামলায় ২জন গ্রেফতার

উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে কক্সবাজারে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জাতীয় যুব দিবসে পলাশে র‍্যালি, আলোচনা ও সনদ বিতরণ

গাজীপুরে সাংবাদিক হত্যা : কোন পথে এগুচ্ছে বাংলাদেশ?

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বন্যহাতির চিকিৎসা শুরু !! 

গর্জনিয়ায় বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু।

বর্ণিল আয়োজনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন সম্পন্ন

গাইবান্ধায় না না কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ অনুষ্ঠিত

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন