সাধারণত বিয়ের গাড়ি মানেই নানা ধরণের ফুলের সাজ সজ্জায় সজ্জিত থাকে। অধিকাংশ বিয়ের গাড়িতেই কম বেশি নানা ধরণের ফুলের ব্যবহারের দেখা মিললেও এবার ভিন্ন কিছুর দেখা মিললো সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের এক বিয়ের গাড়িতে।
বর হাসান আল নাহিয়ান বলেন, ‘ফুল দিয়ে গাড়ি সাজানোর পর সেই ফুল খুলে ফেলতে হয়। কাজে আসে না কারো। ছিঁড়ে নষ্ট করা হয় ফুলগুলো। এতে অপচয় হয়। কিন্তু কুড়কুড়ে ও চিপস দিয়ে গাড়ি সাজানোর পর সেগুলো অপচয় হবে না।চিপসগুলো বাচ্চারা খেতে পারবে।’ বরের বড় ভাই মোঃ নকিব উদ্দিন বলেন, 'আসলে এভাবে গাড়ি সাজনো অন্য কিছু নয়, বাচ্চাদের আনন্দ দেয়া এবং নিছক মজার ছলে করা।'
সমাজকর্মী নজরুল নাঈম বলেন, 'অভিনব সাজে বরের গাড়ি সাজানো এবং মেহেদী রাতে ডিজে গানের পরিবর্তে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যিই ভিন্ন বার্তা বহন করে।'
নাহিয়ানের বিয়ের গাড়ি সাজাতে ব্যবহার করা হয়েছে প্রায় ৪৫০টি কুড়কুড়ে চিপস, কেক, ম্যাংগো বাইট, মটর ভাজা, ছোট বিস্কিটের প্যাকেট, বিভিন্ন রকমের চিপস ও স্ন্যাকসের প্যাকেট ব্যবহারের পাশাপাশি মেহেদী সন্ধ্যায় ব্যতিক্রমধর্মী ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০