মো.সফিকুল আলম দোলন,প্রতিনিধি,পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সপ্তাহব্যাপী নাট্য কর্মশালা শুরু হয়েছে। ‘নাট্য চর্চার মাধ্যমে গড়ে উঠুক মানবিক সমাজ’ এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড় জেলা পুলিশ এই কর্মশালার আয়োজন করেছে। শুক্রবার তেঁতুলিয়া সরকারি অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩৫ জন প্রশিক্ষণার্থী এই কর্মশালায় অংশ নিয়েছে।জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালাটি পরিচালনা করছে নাট্যদল ভূমিজ। করোনাকালীন সময়ে তরুণ ও শিক্ষার্থীদেরকে নাট্য ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করাই এই কর্মশালার লক্ষ্য বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। স্বাস্থ্য বিধি মেনে কর্মশালা অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চ›ন্দ্র সাহা, উপজেলা ভূমি কর্মকর্তা মাসুদুল হক, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, পরিবেশ কর্মী ও গ্রীন তেঁতুলিয়া ক্লিন তেতুলিয়ার সমন্বয়ক কাজী মতিউর রহমান, বাংলাবান্ধা স্থল বন্দর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক ও নাট্য ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করবেন নাট্যদল ভূমিজের সভাপতি সরকার হায়দার। আগামী ২২ অক্টোবর বিকেলে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে কর্মশালা শেষ হবে।