চট্টগ্রাম প্রতিনিধি:
থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম মিলনায়তনে মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের উদ্যোগে দলের ৩ যুগ পূর্তিতে গত ৪ থেকে ৭ মার্চ চারদিন ব্যাপী ' ৩ যুগে মঞ্চমুকুট' শিরোনামে নাট্য উৎসবের আয়োজন সফলভাবে সমাপ্ত হয়েছে । পুরো অনুষ্টানটির সহযোগিতায় ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রাম।।
কর্মসূচীতে ছিল উদ্বোধনী অনুষ্টান ও আলোচনা সভা,পথ নাটক,সংগীত, নৃত্য,আবৃত্তি ও প্রতিদিন সন্ধ্যায় মিলনায়তনে মঞ্চ নাটকের প্রর্দশনী । ৪ মার্চ মুক্ত মঞ্চে বিকেল ৫ টায় মঞ্চমুকুটের জন্মক্ষণ পালন, উদ্বোধনী অনুষ্টান ও আলোচনা সভা, দলীয় নৃত্য,দ্বৈত আবৃত্তি ও মঞ্চে মঞ্চমুকুট পরিবেশিত নাটক "পুতুল খেলা "।
৫ মার্চ মুক্ত মঞ্চের বিকেল ৫ টায় মুকাভিনয়,দলীয় নৃত্য,দ্বৈত আবৃত্তি ও মঞ্চে নাটক- বিয়ে ।
৬ মার্চ মুক্ত মঞ্চে বিকেল ৫ টায় দলীয় নৃত্য,দ্বৈত আবৃত্তি, একক সংগীতানুষ্টান ও মঞ্চে নাটক-মৃণাল এর কথা।
৭ মার্চ মুক্ত মঞ্চে বিকেল ৫টায় সমাপনী অনুষ্টান ও আলোচনা সভা, একক সংগীতানুষ্টান, দলীয় নৃত্য,দ্বৈত আবৃত্তি ও মঞ্চে ঢাকার পদাতিক নাট্য সংসদ পরিবেশিত নাটক - গহনযাত্রা ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০