শিমুল সরকার,যশোর প্রতিনিধি:
হাজার বছরের ঐতিহ্য ধারণকারী বাংলাদেশের লোক সংস্কৃতির সবচেয়ে জনপ্রিয় ও সমৃদ্ধ শাখা এই লোকসংগীত। হাজার বছরের ঐতিহ্য ধারণকারী বাংলাদেশের লোকসংস্কৃতির একটি শাখা জারিগান।ভৌগলিক, সামাজিক, রাজনৈতিক পারিপার্শ্বিক নানা কারণে বিলুপ্তির পথে আবহমান বাংলার প্রাচীন এই ঐতিহ্যবাহী গান।
ঝিকরগাছায়,নবীব নগর গ্রামে,শনিবারে হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী জারি গানের আয়োজন করে নবীব নগর মিতালী সংঘ,ঐতিহ্যবাহী জারি গান অনুষ্ঠান সন্ধ্যায় শুরু হয়ে চলে রাত ১১ টা পর্যন্ত।জারি গান পরিবেশন করে গদখালী উদীচী শিল্পীগোষ্ঠী।
ঐতিহ্যবাহী জারি গান অনুষ্ঠনে নবীব নগর মিতালী সংঘ এর সাধারন সম্পাদক আলমগীর হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত নবীব নগর মিতালী সংঘ এর সভাপতি হাবিবুর রহমান, বাংলাদেশ পুলিশের এস আই ইজাজ রহমান,ঝিকরগাছা মানবাধিকার কমিশনের এর সাধারন সম্পাদক উজ্জ্বল হোসেন,সাবেক ইউপি সদস্য ফয়েজ আহম্মেদ,শান্ত হোসেন,টিটু হোসেন,হাসান রেজা প্রমুখ।
বিপুল সংখ্যক দর্শক শ্রোতা উপভোগ করেন জারি গান। অল্প সময়ের জন্য ভেসে যায় প্রাচীন ঐতিহ্যের স্রোতে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০