এম,এম,রুহেল জৈন্তাপুর প্রতিনিধি-
ঋতুরাজ বসন্তকে বরণ করতে জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সোমবার উপজেলা চত্বরে বসন্ত উৎসব পালন করা হয়। বসন্ত উৎসব উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত দেবনাথ এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, সহকারী কমিশনার ভুমি ফারুক আহমদ, জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি শাহেদ আহম, ডাঃ সুবল চন্দ্র বর্মন উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, জৈন্তাপুর অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এম, এম, রুহেল,আবু সুফিয়ান বেলাল,এরশাদুল আলম প্রমুখ। পরে শিল্পকলা একাডেমির শিল্পীদের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০