ঢাকারবিবার , ৬ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. বিনোদন

কাপাসিয়ায় আলোচিত সেই নাটক মঞ্চস্থ: মিডিয়ায় মুসল্লিদের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ সংস্কৃতি উপদেষ্টার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৫ এপ্রিল ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন:

কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজার সংলগ্ন উদয়ন সংঘের মাঠে আজ শনিবার সকাল ১১ টায় বহুল আলোচিত “আপন দুলাল” নাটকটি মঞ্চস্থ হয়েছে। সন্ধ্যায় নাটকটি শেষ হয়।

এ সময় কাপাসিয়া উপজেলা প্রশাসন, থানা প্রশাসনের কর্মকর্তা, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, কাপাসিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (৪ এপ্রিল) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় রানীগঞ্জ বাজার মসজিদের মুসল্লীরা নাটক মঞ্চায়ন বন্ধ করে দেয়। পরে একই দিন কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সভায় নাটকের আয়োজক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিসহ উপস্থিত সবার সম্মতিতে আজ (শনিবার) নাটকটি মঞ্চায়ন হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, নাটক মঞ্চায়নে বাধা দেওয়ার ঘটনা নিয়ে একাধিক গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন করা হয়েছে বলে অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। একই স্থানে শনিবার (৫ এপ্রিল) নির্ধারিত নাটকটি মঞ্চস্থ করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে শনিবার উপদেষ্টা তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘কালকে থেকে অনেক লেখালেখি হলো একটা রিপোর্টকে কেন্দ্র করে। মুসল্লি, ইমাম সবাইকে জড়িয়ে রিপোর্ট বানানো হলো। বলা হলো, আজীবন এখানে নাটক নিষিদ্ধ থাকবে। ডেকোরেটরের লোকজন এসে স্টেজ খুলে নেওয়ার কথা বলা হলো। অথচ কালকে রাতে আয়োজকরাই বললেন, স্টেজ বানানোই হয়নি। তারা পরিষ্কার বলেছেন, স্থানীয় সিনিয়র-জুনিয়রের বিরোধে এটা ঘটেছিল। কোনও মুসল্লি হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। আজীবন নাটক নিষিদ্ধ তো দূরের কথা, ইমাম স্পষ্ট বললেন, তিনি এ রকম কোনও কথাই বলেননি। বরং তিনি সমাজের বিভিন্ন অংশের সহ-অবস্থানের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ।’

উপদেষ্টা আরও লিখেছেন, ‘সাংবাদিক ভাই-বোনদের প্রতি অনুরোধ, সেনসেশন তৈরি করার জন্য ভুলভাল কিছু লিখবেন না। আপনাদের সহযোগিতা দেশের জন্য দরকার। আপনাদের নিজেদের ক্রেডিবিলিটির জন্যও এটা দরকার।’

বিষয়টি দ্রুততার সঙ্গে সমাধান করে আজ নাটকটি মঞ্চস্থ হয়েছে উল্লেখ করে উপদেষ্টা ফারুকী লেখেন, ‘যাই হোক, স্থানীয় জনগণ, পলিটিক্যাল স্টেকহোল্ডারস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশ এবং সবার সহযোগিতায় দ্রুততার সঙ্গে এটি সমাধান হলো। আজকে নাটকটি অভিনীত হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ, ছুটি ভুলে কাজ করার জন্য।’

এ নাটক নিয়ে পুলিশের সদর ও বক্তব্য দিয়েছে। পুলিশ সদর দফতরের পক্ষ থেকে জানানো হয়, গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নাটকের মঞ্চায়ন বাতিলের ঘটনা রাজনৈতিক কারণে। এতে কোনও ধর্মীয় বিষয় জড়িত নয়।

নাটক মঞ্চায়ন করা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার প্রসঙ্গে গতকাল শুক্রবার পুলিশ সদর দফতরের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, গত ৩ এপ্রিল সকাল ১০টায় গাজীপুর জেলার কাপাসিয়া থানার রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হকের নেতৃত্বে বাজারের লোকজন মিলে ঈদকে সামনে রেখে ‘আপন দুলাল’ নাটকটি মঞ্চায়িত করার জন্য মহড়া করে।

নাটকটি স্থানীয় বিএনপির জুনিয়র নেতৃবৃন্দ আয়োজন করার কারণে স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে ঝামেলার সৃষ্টির আশঙ্কা হয়। এ জন্য উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমানের অনুরোধে দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হককে নাটক মঞ্চস্থ করার জন্য নিষেধ করা হয়। এ জন্য নাটকে অংশগ্রহণকারীরা তাদের সিনিয়র নেতার কথা মেনে নাটক মঞ্চস্থ করা হতে বিরত থাকেন।

প্রকৃতপক্ষে, এতে মঞ্চ ভাঙার কোনও ঘটনা ঘটেনি। নাটকে অংশগ্রহণকারীরা বিএনপির স্থানীয় জুনিয়র ও সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের আশঙ্কায় সমঝোতার ভিত্তিতে নাটকটি মঞ্চস্থ করা হতে বিরত থাকে। কিন্তু কিছু কিছু সংবাদপত্র বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। তা ছাড়া সংবাদপত্রগুলোতে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম ও খতিব আজিজুল হকের যে উদ্ধৃতি ছাপা হয়েছে সেটি তিনি বলেননি বলে জানিয়েছেন।

মূলত বিষয়টি রাজনৈতিক ইস্যু, কোনও ধর্মীয় ইস্যু নয়। এ ক্ষেত্রে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।

নাটক নিয়ে আয়োজক, মসজিদের ইমাম ও সভাপতির বক্তব্য: গত শুক্রবার স্থানীয় মুসল্লিদের বাধার মুখে নাটক পন্ড হয়েছে এমন বিভ্রান্তিকর সংবাদ কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত হওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা প্রশাসনের পর্যালোচনা বৈঠকে শুক্রবার সন্ধ্যায় নাটকের অন্যতম আয়োজক দুর্গাপুর ইউনিয়নের জাতীয়তাবাদী যুবদলের নেতা শামসুল হক উপস্থিত সাংবাদিকদের জানান, তিনি ‘আপন দুলাল’ নামে একটি নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এ ব্যাপারে কোন মঞ্চই তৈরি করা হয়নি। তাই মঞ্চ ভাঙ্গার ঘটা সঠিক নয়। অথচ প্রথম আলো, ডেইলি স্টার সহ কয়েকটি পত্রিকা উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যা খবর প্রচার করেছে।

উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাণীগঞ্জ বাজার সংলগ্ন উদয়ন সংঘের মাঠে নাটকের কোন আয়োজন ছিল না। বিভিন্ন পত্রিকায় এসেছে উদয়ন সংঘের উদ্যোগে নাটক হচ্ছে এ কথাও সঠিক নয় বলে শামসুল হক জানান। কারণ উদয়ন সংঘ নামে মাত্র থাকলেও কোন কার্যক্রম চোখে পড়েনা। কমিটিতে কে কে আছে সেটাও জানিনা। নাটকের প্রস্তুতিতে কিছুটা ঘাটতি থাকার কারনে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে সুবিধাজনক সময়ে তা মঞ্চস্থ করার কথা ছিল।

আয়োজক দাবী করেন, স্থানীয় যুবলীগ নেতা খন্দকার সাহাদাত হোসেন সেলিম নাটকের আয়োজনের সাথে কোন প্রকার জড়িত নন। সেলিমকে নাট্য কর্মী হিসেবে বলা হয়েছে সেটিও সঠিক নয়। সে জীবনে কখনো নাটক করেছে বলে আমার জানা নেই। নাটক মঞ্চস্থ করতে কেউ কোন প্রকার বাধা প্রদান করেনি। মুসল্লীরা এসে নাটক মঞ্চায়নে নিষেধ করেছেন বলে যুবলীগ নেতা সেলিমের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ।

রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মাওলানা আজিজুল হক বলেন সাংবাদিক পরিচয় দিয়ে আমার সাথে একজন কথা বলেছেন। কিন্তু আমার বক্তব্যকেও বিকৃত করে প্রকাশ করা হয়েছে।

রানীগঞ্জ বাজার মসজিদের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, বিভিন্ন পত্রিকায় আমার বক্তব্যের নামে মিথ্যাচার করা হয়েছে। অনেক পত্রিকার সাংবাদিকের সাথে আমার কোন প্রকার কথাই হয়নি অথচ পত্রিকায় আমার বক্তব্য ছাপা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ নাটকের অভিনেতা ও বিশিষ্ট নাট্য কর্মী হেকমত আলী মাষ্টার জানান, পত্রিকার সংবাদের সাথে বাস্তবতার কোন মিল নেই। কিছু দিন আগেও আমরা এখানে একটি নাটক করেছি। কেউ বাঁধা দেয়নি। আগামীকাল আমরা সকলের সহযোগিতায় যথা নিয়মে নাটক উপহার দিবো আশা করি।

কাপাসিয়া থানার ওসি বলেন,নাটক বন্ধ হওয়ার বিষয়টি রাজনৈতিক। ধর্মীয় কারণে বন্ধ হয়েছে বলে পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সত্য নয়। স্থানীয় রাজনৈতিক কারণেই তা স্থগিত করা হয়।

স্থানীয় মসজিদের মুসল্লিরা অভিযোগ করে বলেন, এক শ্রেণির পত্রিকার মসজিদ, মাদরাসা, ইমাম, আলেম ওলামার নাম শুনলেই চুলকানি ওঠে। নাটকের বিষয়ে স্থানীয় মসজিদের ইমাম, সভাপতি ও মুসল্লীদের কোন প্রকার ভূমিকা না থাকলেও তারা মুসল্লিদের জড়িয়ে জঘন্য মিথ্যাচার করছে। মুসল্লিরা এ অপপ্রচারের বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার দাবী করেন।

এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ ছিল, স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের উদ্যোগে কয়েক বছর যাবত ওই স্থানে নাটকের নামে অশ্লীল নৃত্য পরিবেশন করে আসছেন । কয়েকমাস আগেও এ স্থানে নাটকের নামে মেয়ে ভাড়া করে অশ্লীল নৃত্য পরিবেশ করা হয়েছে। এ নিয়ে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়।

নাটক পন্ড হয়ে যাওয়ার খবরে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক ঘটনাস্থলে ব্যাপকভাবে খোঁজখবর নেন। তারা আনুষ্ঠানিক ভাবে দাবি করেন, পত্রিকায় প্রকাশিত সংবাদের সাথে বাস্তবতার কোন মিল নেই। স্থানীয় উদয়ন সংঘ বা উদয়ন কিন্ডারগার্টেন এর মাঠে নাটকের জন্য কোন প্রকার মঞ্চ তৈরি হয়নি। তাই ওখানে স্থানীয় মুসল্লিদের সমবেত হয়ে তাতে বাধা দেয়ার প্রশ্নই আসে না। একটি কুচক্রী মহল রাজনৈতিক স্বার্থে উদ্দেশ্যমূলক ভাবে অপপ্রচার চালিয়ে এলাকার সুনাম নষ্ট করার পাঁয়তারার চেষ্টা করেছেন।

তাছাড়া নাটক মঞ্চায়নের ব্যাপারে আয়োজকরা উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বাজার ব্যবসায়ী সমিতিকে ও কোনপ্রকার অবহিত করেনি বলে জানাযায়।

অবশেষে প্রশাসনের সহযোগিতায় আজ শনিবার সকাল ১১ টায় সেই বহুল আলোচিত আপন দুলাল
নাটকটি সুষ্ঠুভাবে মঞ্চায়ন হওয়ায় কাপাসিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সবাইকে ধন্যবাদ জানান।

11 Views

আরও পড়ুন

কাপাসিয়ায় কথিত পন্ড হয়ে যাওয়া নাটক অবশেষে শনিবার মঞ্চস্থ হচ্ছে, মুসল্লিদের নামে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর

পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন

বিগত সময়ে গণমুখি মানুষের রাজনীতি ছিলো না- রংপুরে সারজিস

টেকনাফে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরাতে রাজি মিয়ানমার

দোয়ারাবাজার সীমান্তে বিজিবি’র অভিযানে ৯ ভারতীয় গরু আটক

মহেশখালী ঘাটে জালালের দৌরাত্ম্য : অতিষ্ঠ সাধারণ মানুষ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সুনামগঞ্জে সম্মিলিতভাবে উলামা কেরামগণের ঈদ পূর্ণমিলনী সমাবেশ

রাওনাট স্কুলের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা ও শিক্ষকের মর্যাদা প্রসঙ্গে

ইসলামপুরে যমুনা নদীতে নৌকা ডুবে এক কৃষকের মৃত্যু নিঁখোজ এক

ওসমান একাদশকে ২ গোলে হারিয়ে স্বপ্নের ফাইনালে সম্মিলিত উজানটিয়া একাদশ

মাদ্রাসা শিক্ষার্থীদের দেশ পরিচালনায় ভূমিকা রাখতে হবে : চকরিয়ায় ধর্ম উপদেষ্টা ড.খালেদ হোসেন