ঢাবি প্রতিনিধি :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘আই এম রিপন ভিডিও’ হিসেবে সুপরিচিত নেত্রকোনার রিপন। রয়েছে প্রায় তিন লাখ অনুসারী। আজ ১৯ জানুয়ারি ২০২০ দুপুর ১২ টায় আড্ডা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আসবেন বলে জানিয়েছেন তিনি। সোমবার এক ফেইসবুক লাইভে এ কথা জানান তিনি।
জানা গেছে, ‘ই্নস্টিটিউট অফ মাইম এন্ড মুভমেন্ট’ এর আয়োজনে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের প্রতিষ্ঠাতা মীর লোকমানের কাছে অভিনয় শিখতে এসেছেন রিপন। ইতোমধ্যে তিনি একটি কর্মশালায়ও অংশগ্রহণ করেছেন।
মীর লোকমান বলেন, রিপনকে নিয়ে অনেকেই ব্যবসা করছে মানে তার পরিচিতি দিয়ে অর্থ কামিয়ে নিচ্ছে অথচ রিপনের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। তাই আমি চেষ্টা করছি যাতে তিনি নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারে।
মূকাভিনয়ের সাথে রিপনের ছন্দ যোগ করে কোনো কাজ করা যায় কিনা আপাতত এটি এক্সপেরিমেন্ট করছেন বলে আরও জানান মীর।
উল্লেখ্য, রিপন পেশায় একজন কাঠমিস্ত্রী। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্বরচিত ছন্দ বলে ভাইরাল হন তিনি। এরপর ‘আই এম রিপন ভিডিও’ এই বাক্যটির ব্যবহার করেও ব্যাপক সমালোচনার শিকার হন তিনি। ফেইসবুকে ‘জাস্ট রিপন ভিডিও’ নামে তার একটি পেইজ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০