স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে
বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরী বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২ ঘটিকায় উপজেলা প্রকল্প অফিসের ব্যবস্হাপনায়
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় হতদরিদ্র পরিবারগুলোকে এ সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
এসময় আরো উপস্হিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন,পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম,পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ নুরে আলম সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ আতাউর রহমান, সাংবাদিক সোহেল তালুকদার, সাংবাদিক হোসাইন আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, প্রকল্প অফিসের সহকারী হরিপদ রায়, মিঠু চক্রবর্তী ও উপকারভোগীবৃন্দ প্রমুখ।
প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে একবান ঢেউটিন ও গৃহ মেরামত বাবদ মজুরী নগদ ৩০০০ টাকা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০