===========================
সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ
পুরনো নিয়ম ভাঙতে পাত্রী চলে গেলেন বরের বাড়ি। দুই পরিবারের সম্মতিতেই এমনটা হয়েছে। শুধু নিয়মটা একটু পাল্টেছে। যেভাবে বর যেতো কণের বাড়ি, সেভাবেই কনে গেলো বরের বাড়ি।
ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাতখুর গ্রামে বিয়ের কনে কনেযাত্রী নিয়ে শ্বশুর বাড়ি গিয়ে বিয়ে করে বর নিয়ে বাড়ি ফিরেছেন। এতদিন ধরে চলে আসা বিয়ের যে প্রথা চলে আসছে সেই প্রথা ভেঙে কনে বরের বাড়ি বিয়ে করতে য়ায় ।
শুত্রবার দুপুরে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কুকাইল গ্রামের গিয়াস উদ্দীনের মেয়ে শাহীদা খাতুন তার পরিবারসহ কনেযাত্রী নিয়ে বিয়ে করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাতক্ষুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বর আসাদুজ্জামানের বাড়িতে আসে।
ঘটনা শুনে বরের বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমতে থাকে। বিয়ের নিয়মে কোনো ঘাটতি ছিল না। বরযাত্রীর স্থলে সাজানো প্যান্ডেলে ভুরিভোজ করেছেন কনেযাত্রীরা। বিয়ে সম্পন্ন হলে বরকে নিয়ে বাড়ি ফেরেন বিয়ের কনে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০