———————————–
সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ
শুনতে নতুন মনে হলেও বাস্তবে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নে এরকম ঘটনা দেখা গেছে। আজ বুধবার সকাল ৯ ঘটিকায় পাঁচবিবি পৌর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইদ্রীস আলী সরেজমিনে গিয়ে এ তথ্যচিত্র তুলে আনেন।
বিরিঞ্চি গ্রামের শরীফ উদ্দিন প্রায় এক বছর থেকে এ কাজের সঙ্গে জড়িত। তার মাথায় এ ধরনের চিন্তা কেনো আসলো,জিজ্ঞাসা করায় তিনি বলেন,”আমি ঘোড়া কেনাবেঁচা করি। এক সময় চিন্তা করলাম,দেখি তো ঘোড়া দিয়ে জমি চাষ করা যায় কিনা। তখন থেকেই আমি ঘোড়া দিয়ে জমি চাষ করছি।”
শরীফ উদ্দিন আরো বলেন, নিজের জমি চাষ করেও অপরের জমিতে টাকার বিনিময়ে গরুর পরিবর্তে ঘোড়া দিয়ে হাল চাষ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ শতাংশ জমি চাষাবাদের উপযোগী করতে পারেন তিনি।