ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
  1. সর্বশেষ

দেশের সর্ব কনিষ্ট গণমাধ্যম কর্মী’র রেকর্ড গড়লো নওগাঁর লামঈয়া

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৩, ৬:৪৫ অপরাহ্ণ

Link Copied!

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার:

দেশের সর্ব কনিষ্ট ক্ষুদে গণমাধ্যম কর্মীর রেকর্ড গড়েছেন রুবাইয়াত হাসান লামঈয়া।

রবিবার (১২ নভেম্বর) দুপুরে এক বিবৃতিতে জনপ্রিয় জাতীয় অনলাইন গণমাধ্যম আওয়ার নিউজবিডি’র (গভঃ রেজিঃ -০৩) নির্বাহী সম্পাদক কাজী ইমরান উক্ত গণমাধ্যমের পক্ষ্যে এ স্বীকৃতি প্রদান সহ নিউজ এজেন্সির সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোষ্ট করে আওয়ার নিউজবিডি কর্তৃপক্ষ ।

ভিডিও বার্তার ওই পোষ্টে মাত্র আড়াই বছরের শিশু লামঈয়া ভবিষ্যৎ- কলম সৈনিক (সাংবাদিকতা) করতে চায় বলে মন্তব্য করে। ভিডিওতে আরো দেখাযায় লামঈয়া গণমাধ্যমের ফিতা সহ একটি প্রেস আইডেনটি কার্ড পরিহিত অবস্থায়, যা আওয়ার নিউজবিডির অফিসিয়াল।

আওয়ার নিউজবিডি’ কর্তৃপক্ষ ভিডিও আপলোডের সময় ক্যাপশনে আড়াই বছরের ক্ষুদে পাঠকের মতামত ও ক্ষুদে বন্ধু উল্লেখ্য করেন।

রুবাইয়াত হাসান লামঈয়া আওয়ার নিউজবিডি’র সিনিয়র রিপোর্টার বর্তমানে তিনি আওয়ার নিউজবিডির স্টাফ করেসপন্ডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি সরকারী, বেসরকারি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করেন।

এ প্রসঙ্গে বর্ননামূলক ভাবে জানতে চাইলে তার বাবা রুবাইত হাসান বলেন, লামঈয়া ইসলামী বার্তার ও একজন সদস্য। শীঘ্রই সে শিশু একাডেমিতে একটি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবে। লামঈয়া মূলত মাতৃভাষা’র পাশাপাশি বেসিক ইংরেজিতেও বেশ ভালো এ ছাড়া সে আরো একটি ভাষা চর্চা করছে তা হলো আরবি।
আর ভিডিওটি এমনিতেই ধারন করা,ছবি তোলার পোজ ও ইন্টারভিউয়ের কথা বললে সে অবশ্যই তার সেরাটা দিতো। ১৫/২০ দিন পূর্বে একটি টেলিভিশনেও ইন্টারভিউ দিয়েছে লামঈয়া।ফিলিস্তিনের উপর বর্বরতার গল্প শুনে ও দেখে কৌতূহল বশত সে জানতে চায়, বন্দুক, বুলেট, বোমা এসব অস্ত্রের চেয়ে বড় কোন অস্ত্র আছে কী না? উত্তরে আমি মেয়েকে বলেছিলাম তুমি কী দিয়ে আঁকা আঁকি করো?

সে উত্তর দেয় পেন্সিল ও পেন। তখন আমি বলি, বুলেট বোমা ওইসবের অনেক দাম ও শক্তি। কিন্তু কয়েকটাকার এই পেন অনেক মূল্যবান, গুরুত্বপূর্ন এবং সবচেয়ে শক্তিশালী।

এর উপরে দুনিয়াতে আর ক্ষমতাধর অস্ত্র নেই। পেন বা কলম নিয়ে পুরো একটা গল্প,উপন্যাস বা বই লেখা যায়। কিন্তু ও ছোট মানুষ গভীরের বিষয় গুলো সে এখন বুঝবে না। বুঝলেও আমি মনে করি না, তাকে এই বয়সে সব বলতে হবে। তবে তার প্রচুর কৌতুহল আছে, শিখার প্রচুর আগ্রহ। লামঈয়ার পারদর্শিতা সম্পর্কে অনেকে প্রত্যক্ষ দর্শী আছে। যা আমি বানিয়ে বলছি না আসলে সঠিকটাই বলছি।

এ কেবল সৃষ্টিকর্তার কৃপা ও রহমত আলহামদুলিল্লাহ। ফিলিস্থিন প্রসঙ্গে ওই আলাপচারিতা থেকেই কী তার এমন ভাবনা, আমার কাছে এটাই মনে হচ্ছে। কারন এর পূর্বে কখনো সে এমন করেনি।

লামঈয়া’র বাবা রুবাইত হাসান নওগাঁ জেলা, পত্নীতলা উপজেলার কৃতি সন্তান।

977 Views

আরও পড়ুন

টেকনাফে পৃথক অভিযানে পৌনে৪কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক-২,সিন্ডিকেটের অপর সদস্যরা অধরা

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সঃ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি!

উখিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোহাম্মদ ইসহাকের জানাযা সম্পন্ন

এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি -২০২৫

টঙ্গীতে উঠান বৈঠকে কামরুল ইসলাম কামু : “ভোট বিক্রি মানেই নিজের ভবিষ্যৎ নষ্ট করা”

পরিবারের সাংবাদিক সম্মেলন
চকরিয়ায় সাজানো ধর্ষণ ঘটনায় মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

বি এম কলেজ উত্তরণের সভাপতি নুসরাত- সম্পাদক প্রকাশ।

অভিযোগে আলোচিত এসিল্যান্ড রয়া ত্রিপুরা, শেষমেশ পতেঙ্গায়

ইউএনও অনুমতিপত্র জালিয়াতি করে মিয়ানমারে নির্মাণ সামগ্রী পাচারের ঘটনায় মামলা

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই মুহুর্তে জায়গা পরিবর্তনের কোন সুযোগ নাই ——————-সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের

বোয়ালখালীতে ১৯৫তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

সাগর পথে মিয়ানমারে পাচারকালে৬০০বস্তা সারসহ ট্রলার জব্দ,আটক-১০