ঢাকাশনিবার , ১৬ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ

আশুলিয়া চারাবাগে হোটেলে মরা গরুর মাংস সরবরাহের অভিযোগ

প্রতিবেদক
নিউজ এডিটর
২৫ নভেম্বর ২০১৯, ১১:৪০ অপরাহ্ণ

Link Copied!

আব্দুল জলিল মিয়া,আশুলিয়া থেকে :

আশুলিয়ার বিভিন্ন হোটেলে মরা গরু ও ছাগলের মাংস বিক্রয়ের অভিযোগ উঠেছে। সংঘবদ্ধ চক্রের এমন একটি ঘটনা হাতেনাতে ধরার পর বিষয়টি সামনে চলে এসেছে।

অভিযোগ উঠেছে সংঘবদ্ধ বেশ কয়েকটি চক্র দীর্ঘদিন ধরে এমন অপকর্ম চালিয়ে যাচ্ছে আশুলিয়ার চারাবাগে। তারা পারস্পারিক যোগসাযশে নির্দিষ্ট কিছু হোটেল রেষ্টুরেন্টে এসব মাংস কম দামে বিক্রি করার কারণে হোটেল রেষ্টুরেন্ট মালিকরাও বিষটি নিঃশব্দে মেনে নিয়েছে। যদিও কোন কোন হোটেল রেষ্টুরেন্টের মালিকের দাবি তারা এমন অপকর্মের সাথে জড়িতদের থেকে মাংস ক্রয় না করে সরাসরি বাজার থেকে মাংস ক্রয় করেন।

তথ্য সুত্রে জানা গেছে গত ২২ নবেম্বর চারাবাগ বাসষ্ট্যন্ড এলাকা গৌরীপুর বট তলা দিয়ে প্রায় এক বস্তা মাংস নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা বট তলার শাহিন হোটেল এর মালিক মোঃশাহীন ও ঢাকার একজনকে আটক করে। বেলা সাড়ে আটটার দিকে এত পরিমাণ মাংস নিয়ে আশুলিয়া চারাবাগ অভিমুখে যাওয়ার কারণ জিজ্ঞাসাবাদে আটককৃত এক ব্যক্তিসহ তাদের অপর এক সহযোগী জানায় কয় একটি হোটের জন্য মাংস নিয়ে এসেছেন
এসময় স্থানীয় ইউপি সদস্য সোহরাব হোসেন সহ এলাকার মাদবর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বটতলা।

এক পর্যায়ে তিনি আশুলিয়া থানায় ফোন করে পুলিশ কে খবর দিতেই সংগবদ্ধ চক্রের সদস্য পালিয়ে যায়।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ঐ চক্রের এক সদস্য শিকার করেছে যে ঢাকা থেকে একটি মরা গরুর মাংস নিয়ে বিক্রির জন্য আশুলিয়া নির্দিষ্ট তিনটি হোটেলে যায়। কিন্তু আগে থেকেই তাদেও ফ্রিজে মাংস থাকার কারণে তারা ঐ দিন মাংস নিতে অস্বীকার করে বলেও তারা স্বীকারোক্তি দেন।

তথ্য অনুসন্ধানে জানা গেছে আশুলিয়া চারাবাগ একটি সংঘবদ্ধ চক্রের প্রশ্রয়ে উপজলার বিভিন্ন অংশের বেশকিছু বখাটে তাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা এজেন্টদের দিয়ে উপজেলার বিভিন্ন প্রান্তে মরা ছাগল এবং গরুর মাংসের বিষয়ে সার্বক্ষনিক খোঁজখবর রাখে। সুযোগমত শিখার মিললে সংঘবদ্ধ চক্রটি ঋষিদের সাহায্য নিয়ে এসব মরা গরু ছাগলেল চামড়া ছাড়িয়ে নিয়ে তা দিব্যি ছাগল গরু এবং ক্ষেত্র বিশেষ হরিণেল মাংষ বলেও বিক্রি করে থাকে।

নাম প্রকাশ না করার শর্তে বটতলার এক লোক বলেন গরুর মাংস বলে তাকে শিয়ালেলর মাংষ খাওয়ানোর তথ্যও দেন।

স্থায় এক সাংবাদিক আব্দুল জলিল মিয়া অভিযোগ করেন প্রতি দিন একবার আমি তাড় হোটেল ভাত খাওয়াত শাহিন হোটেলে মরা পঁচা মাংস খাওয়ায় সমস্যার কথা বিবেচনায় নিয়ে আমি এখন বাইরে গেলে মাছ কিংবা ডিম খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

এর জন্য এলাকা বাসী ও স্থানীয় সচেতন মহল মাননীয় জেলা প্রশাসকের সদয় দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে আশুলিয়া চারাবাগ এর যাবতীয় হোটেল ও রেষ্টুরেন্টে ‘সারপ্রাইজ’ অভিযান পরিচালনার দাবি জানিয়েছে।

300 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন নিহত, আহত ৮

সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচনী মাঠে আছেন এম এ মালেক খান, জনগণের দোয়া ও ভালবাসা পেতে চান

শেখ মুজিবুর রহমান জাতির জনক নন: নাহিদ ইসলাম

সাক্ষাৎকার: জামায়াতের প্রার্থী এড. আব্দুর রব: ‘কমলগঞ্জ–শ্রীমঙ্গলের প্রতিটি ঘর আমার নিজের’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

উদ্বোধনের অপেক্ষায় শান্তিগঞ্জ উপজেলা ফুটবল টুর্নামেন্ট

জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না দেয়া পর্যন্ত কোন নির্বাচন হবেনা: ড. হামিদ আযাদ

মৌলভীবাজার-৪:
জনগণের কল্যাণে রাজনীতির ময়দানে এডভোকেট আব্দুর রব

লোহাগাড়ায় নোবিপ্রবি উপাচার্য
নারী-পুরুষ কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে

ভোলাগঞ্জে সাদাপাথর লুটেরাদের বিরুদ্ধে ও টাংঙ্গুয়ার হাওরে অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে মানববন্ধন

কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে গ্রাহকদের মাঝে আমের চারা বিতরণ