❏ শুরু হয়ে গিয়েছে ২০২২ কাতার বিশ্বকাপ আসরের দামামা। আর এবারের আসরের অন্যতম হট ফেবারিট দল আর্জেন্টিনা। অবশ্য বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার মাঠে নামতে যাচ্ছে লিওনেল মেসির দল, প্রতিপক্ষ সৌদি আরব।
দোহার লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি মাঠে গড়াবে। পরিসংখ্যান দেখলে জানা যায়, সৌদি আরবের সঙ্গে লড়াইয়ে কখনও হারের মুখ দেখেনি আর্জেন্টিনা। যদিও দুই দেশের মধ্যে খুব বেশি ম্যাচও খেলা হয়নি।
৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই কাতারে পা রাখে মেসিরা। বিশ্বকাপের বাছাই পর্ব, ফ্রেন্ডলি ম্যাচসহ ক্লাব ফুটবলেও দারুণ ছন্দে রয়েছে দলটির ফুটবলাররা। আর তাই তৃতীয়বারের মত বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই প্রথম ম্যাচে মাঠে নামবে তারা।
২০১৯ সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারানোর পর থেকে টানা ৩৬ ম্যাচ অপরাজিত মেসিরা। দল হিসেবে কতটা ভয়ঙ্কর তারা সেটির প্রমাণ গত দুই বছর ধরেই দিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে জয় দিয়ে পূর্ণ পয়েন্ট নিয়েই পরের ম্যাচে মাঠে নামতে চায় তারা।
পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত সৌদি আরবের সাথে চারবার মুখোমুখি হয়েছে মেসিরা। সেই চার ম্যাচের দুইটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা, বাকি দুই ম্যাচ হয়েছে ড্র। অর্থাৎ, সৌদি আরবের বিপক্ষেও পয়েন্ট ভাগাভাগির রেকর্ড রয়েছে তাদের। যদিও বর্তমান আর্জেন্টিনা দল যে ছন্দে রয়েছে তাতে সৌদি আরবের বিপক্ষে জয় এক প্রকার নিশ্চিতই বলা চলে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০