আমজাদ হোসেন হৃদয় :
মন ও শরীরের সজীবতা ধরে রাখতে ভ্রমণের বিকল্প নেই। তাই বিভিন্ন সময়-সুযোগ অনুযায়ী বিভিন্ন জায়গায় ঘুরতে বের হওয়া আমার শখ। অনেকদিন যাবৎ ভাবতেছিলাম শিক্ষা নগরী হিসেবে খ্যাত বাংলাদেশের নবীনতম বিভাগ ময়মনসিংহে ঘুরতে যাব, সেখানকার সৌন্দর্য্য স্বচক্ষে অবলোকন করব। বন্ধু মুয়াজের বাড়ি ময়মনসিংহ জেলায় হওয়ায় মনের মধ্যে আঁকড়ে থাকা ইচ্ছেটা পূরণও হল খুব দ্রুতই। ০৬-১২-২০১৯ তারিখ আমরা চার বন্ধু (জামিল, খালেক, মুয়াজ এবং আমি) যাত্রা শুরু করি ময়মনসিংহের উদ্দেশ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাজ থাকায় বেশিদিন থাকতে না পারলেও দুইদিনের ভালো কিছু সময় ও স্মৃতি নিয়ে ফিরেছি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সম্পর্কে বন্ধুদের কাছ থেকে অনেক কিছু শুনেছিলাম, কিছু তথ্য জেনেছিলাম বই ঘেটেও। জানতাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সুন্দর একটা জায়গা কিন্তু এতোটা সুন্দর হবে তা ভাবনাতেও ছিল না। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সবুজে ঘেরা নান্দনিক ক্যাম্পাস। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অসংখ্য দর্শনীয় স্থানের মধ্যে বোটানিক্যাল গার্ডেন একটি অন্যতম। দেশের মূল্যবান উদ্ভিদ প্রজাতি বিশেষ করে বিরল প্রজাতির হার্বজাতীয় ঔষধি ও সুগন্ধি জাতীয় উদ্ভিদ সংরক্ষণের জন্য রয়েছে পট হাউজ নামে বিশেষ সংরক্ষণাগার। ঔষধি জোনে রয়েছে ৪৮ প্রজাতির উদ্ভিদ। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- অশ্বগন্ধা, ব্রাউনিয়া, কর্পুর, আগর, অঞ্জন, অ্যানথেরিয়াম ইত্যাদি।
বিভিন্ন ধরনের ফুলের মধ্যে রয়েছে-জেসিয়া, সিলভিয়া, হৈমন্তি, ক্যামেলিয়া, আফ্রিকান টিউলিপ, ট্যাবেবুইয়া, রাইবেলী, অ্যাস্টার, কসমস, ডায়ান্থাস, রঙ্গণ ইত্যাদি। ফলের মধ্যে রয়েছে- স্টার আপেল, আমেরিকান পেয়ারা, কমলা, আঙুর, প্যাসান ফল এবং বিভিন্ন ধরনের মৌসুমি ফল। এছাড়াও বিভিন্ন ধরণের গাছ, পশু, বিলপ্তপ্রায় অনেক উদ্ভিদের দেখা সব মিলিয়ে দেখতে পেলাম অনিন্দ্য সুন্দর আর সমৃদ্ধ উদ্ভিদরাজির বোটানিক্যাল গার্ডেন। এছাড়াও বাকৃবির মুক্তিযুদ্ধের সৃতিস্তম্ভ বিজয়-৭১’, গণহত্যার স্মৃতিস্তম্ভ বদ্ধভূমি, শহীদ মিনার, নদের পাড়, বৈশাখী চত্বর, এক গম্বুজ বিশিষ্ট দেশের বৃহৎ কেন্দ্রীয় মসজিদ, দেশের একমাত্র কৃষি মিউজিয়াম, ফিশ মিউজিয়াম, দেশের দুটি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান কেন্দ্র- বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ছিল দেখার মত এবং উপভোগ করার মতো। শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা এবং পার্ক। ব্রহ্মপুত্র নদের তীরে সাহেব কোয়ার্টার নলিনী রঞ্জন সরকারের বাড়িতে এ আর্ট গ্যালারীটি অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত ময়মনসিংহ শহরের সার্কিট হাউজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদকে ঘিরে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিউজিয়াম এলাকায় বাঁধ দিয়ে গড়ে তোলা হয়েছে একটি পার্ক।
এখানে এসে ব্রহ্মপুত্র নদের প্রবাহমান সুন্দর্যের পাশাপাশি শিল্পাচার্য জয়নুল আবেদীন এর আঁকা ছবি দেখার সৌভাগ্য হয়েছে আমাদের। হাজার হাজার দর্শনার্থীর মাঝে আমরা নিজেরাও যেন হারিয়ে যাই অন্য এক জগতে।

এরপর যাত্রা করলাম কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশাল উপজেলায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। জাতীয় কবির স্মৃতি কুড়িয়ে আনতেই এখানে ভ্রমণ। গিয়েই বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র বটতলায় বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের সাথে আড্ডা, ভ্যান দিয়ে সবুজ ক্যাম্পাস ঘুরা এবং দেখতে পেলাম কাজী নজরুলের স্মৃতি জাদুঘর। সবকিছু মিলে অসাধারণ কিছু মুহুর্ত মুঠো বন্ধি করে নিতে পারলাম।
আর এভাবেই শেষ হয় আমাদের ক্ষুদ্র ময়মনসিংহ সফর মিশন। সবকিছু মিলিয়ে অসাধারণ একটি ভ্রমণ ছিল এটি। এই স্মৃতি আমাদের জীবনে অনেকদিন জীবন্ত থাকবে বলেই মনে করি।