ঢাকাশুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩
  1. সর্বশেষ

একালের বিয়ে–মো. জাহানুর ইসলাম

প্রতিবেদক
নিউজ এডিটর
২৮ সেপ্টেম্বর ২০১৯, ১:৫৩ পূর্বাহ্ণ

Link Copied!

——————-

‘আসুন-বসুন সবাই, আজকে হলাম ধন্য, যৎসামান্য এই আয়োজন আপনাদেরই জন্য। মাংস, পোলাও, চপ-কাটলেট, লুচি এবং মিষ্টি।খাবার সময় এদের প্রতি দেবেন একটু দৃষ্টি’।কবি সুকান্ত ভট্টাচার্য-এর এই পদ্যটি মনে আছে নিশ্চয়ই ? সত্যি বলতে বাঙালি জাতি চিরকালই জীবনরসিক, সেই সাথে ভোজনরসিকও বটে। বাঙালির বিয়ে হোক, বউভাত হোক, হোক না সেটা ছোট কোনো অনুষ্ঠান কব্জি ডুবিয়ে উদরপূর্তি করা সে এক বড় পুরনো প্রথা।

অনেকদিন থেকে গ্রামে না থাকায় বিয়ে শাদি খাওয়ার সুযোগ আজকাল হয় না তেমন একটা। কখনো সখনো দাওয়াত পেলেও বছরে দুই একটার বেশি নয়। বিশেষ করে বিয়ের দাওয়াত আজকাল আমার কাছে সোনার হরিণের চেয়েও বেশি কিছু। তাই যখনই কোন বিয়ের দাওয়াত পাই, যত কষ্টই হোক পারতপক্ষে বিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করি। বিয়ে অনুষ্ঠানে যে মানুষ শুধু খেতেই যায় তা কিন্তু নয়। আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করাও এর অন্যতম প্রধান উদ্দেশ্য। এছাড়াও বিয়ে অনুষ্ঠানের ভোজে আন্তরিকতার যে অনিন্দ্য স্পর্শ থাকে সচারাচর তা অন্য কোথাও খুব সহজেই মেলে না। এককথায় বলতে গেলে বিয়ে অনুষ্ঠান হল আত্মীয়তার মেলবন্ধন।

আগেরকার দিনে বিয়ে অনুষ্ঠান করা হতো বাড়ির দালান বা ছাদে সামিয়ানা বেঁধে। বর্তমানে সে অবস্থার পরিবর্তন বেশ লক্ষণীয়। সত্যি বলতে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনে পরিবর্তন এসেছে। বাঙালি জীবনও তার ব্যতিক্রম নয়। একালের বিয়ে-বউভাতের ভোজেও তার ছায়া পড়েছে। এখন বাঙালির বিয়েতে ভাড়া বাড়িই ভরসা। আর খাওয়া দাওয়ার দায়িত্ব পড়ে কেটারিং এর ওপর।
অর্থ-ক্ষমতার গৌরব সেকালের মতো একালেও আছে। নামি কেটারিংয়ের বিরিয়ানি, মোগলাই, চাইনিজ, কন্টিনেন্টাল খানা পরিবেশন করে তাক লাগিয়ে দেয়া হয় অতিথিদের। আজ আমরা সেরকমই একটি বিয়ে অনুষ্ঠানে গিয়েছিলাম। খারাব মেনুতে ছিল খাসির তেহারি, মুরগির রোস্ট, জর্দা পোলাও, বোরহানিসহ কয়েক পদের খারার। যা শুধু দেখতেই নয়, খেতেও মন চায়। আমরাও পেটপুরে সেই খেয়ে দিই। খাওয়া দাওয়া শেষে অনেকের সাথে কথা বলি, কারো কারো সাথে হই নতুন করে পরিচয়। মনে উৎফুল্লতা খেলা করে, জাগ্রত হয় অনুভবনীয় এক পরম শান্তি। অজান্তে অস্ফুটে বলি উঠি অহ! অসাধারণ।

71 Views

আরও পড়ুন

হিলিতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

গ্রীনভয়েস জবি শাখার নতুন কমিটি গঠন

নওগাঁয় ২ ভুয়া পুলিশ আটক

দোয়ারাবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাঈম হাসানের কবিতা “বিচ্ছেদ বিভ্রাট”

দোয়ারাবাজারের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি, ক্ষমতাসীনদের পকেটভারী হয়েছে- জাহাঙ্গীর আলম

ইবি রিপোর্টার্স ইউনিটির মৌখিক ও লিখিত পরীক্ষা সম্পন্ন

কর্মকর্তা সমিতির সভাপতিকে লাঞ্চনার ঘটনা ভিত্তিহীন; দাবী ছাত্রলীগের

রাজশাহীতে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান

রাবিতে কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাগরপুরে চেয়ারম্যানের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সান্তাহারে নারীসহ তিন মা দ ক বিক্রেতা গ্রেফতার