ঢাবি প্রতিনিধি:
অসুস্থ বাউল ইসলাম উদ্দিনের চিকিৎসার ব্যায় নির্বাহে অমর একুশে গ্রন্থমেলা-২০২০ বই প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।
বাংলাদেশ ছাত্রলীগ এই প্রথম লোকসংস্কৃতির আলো খ্যাত বাউল সম্প্রদায়ের আত্নকথা ফুটিয়ে তুলেছে লিখনীর মাধ্যমে। সেই অদম্য ইতিহাসের স্বাক্ষর বহন করে চলেছেন ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস। তার সম্পাদনায় এই প্রথম প্রকাশিত হলো বাউল ইসলাম উদ্দিন রচিত “হুমায়ুন আহমেদ: কিংবদন্তির ২০ বছর “।
যেখানে রচিত আত্নকথাগুলো আমাদের জানাতে শিখাবে বাউল সম্প্রদায়ের ইতিবৃত্ত। পরিচয় করিয়ে দিবে বাউল মনে ধারণকৃত নিজের মনের বিরুদ্ধে কোন এক নীরব বিদ্রহের সাথে। বুঝতে শেখাবে তারা বাংলাদেশের মানচিত্রের অংশবিশেষ। যেখানে দেশ স্বাধীন হলেও তারা স্বাধীন হতে পারেনি মৌলবাদী শ্রেণী থেকে।
বাস্তব জীবনে লড়াই করা হাজারো বাউল শ্রেণীর মানুষের সাথে পরিচিত হবো আমরা এবং জানতে পারবো তাদের আত্নকথা।
বইয়ের বিষয়ে জানতে চাইলে সনজিত চন্দ্র দাস বলেন, ইসলাম উদ্দিন বয়াতি হুমায়ুন আহমেদকে নিয়ে তার মনের কোণে জমে থাকা অফুরন্ত কথাগুলো শেয়ার করতে চেয়েছিলেন। কিন্তু সেজন্য কোনো বিশ্বাসযোগ্য মাধ্যম পাচ্ছিলেন না। সম্প্রতি তিনি অসুস্থ হলে তাকে দেখতে গেলে তিনি তার অতৃপ্ত মনের কথাগুলো গ্রন্থিত করার জন্য আমার সহযোগিতা চান। পরে আমি তাকে কথা দিয়েছিলাম যে আপনার এই উদ্যোগের জন্য আমি পাশে আছি। এখান থেকেই বই করতে সহযোগিতার হাত দেয়া।
বইটি পাওয়া যাবে চারুলিপি প্রকাশনী, প্যাভিলিয়ন নং ২৮ (মুক্তমঞ্চের পাশে,সোহরাওয়ার্দী উদ্যান।)
উল্লেখ্য, বইয়ের আর্থিক অনুদান সরাসরি ব্যবহৃত হবে অসুস্থ বাউলের চিকিৎসায়।