মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ-০৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে কয়ছর এম আহমদের নাম ঘোষণার দু’দিন পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ব্যারিষ্টার আনোয়ার হোসেন।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় মুঠোফোনে এ প্রতিবেদককে প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিষ্টার আনোয়ার হোসেন।
& শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও নিবাসী ব্যারিস্টার আনোয়ার হোসেন। ছাত্রদলের রাজনীতি থেকেই তাহার রাজনৈতিক জীবনের সূচনা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এবং সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী সরকারের আমলে ২০১২ সালের ডিসেম্বর মাসে ‘আমার দেশ’ অফিস থেকে গ্রেফতার হয়েছিলেন।
প্রার্থিতা বিষয়ে মুঠোফোনে তিনি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-০৩ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। শীঘ্রই আমার নির্বাচনী এলাকার মানুষদের সাথে বৈঠকে বসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবো।
বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,’সব বিষয়ে চিন্তা ভাবনা করেই আমি সিদ্ধান্ত নিয়েছি। এলাকার সবাইকে নিয়েই নির্বাচন করবো।’