নিউজ ডেস্ক ::সিলেট-৩ আসনের উপনির্বাচন আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে উচ্চ আদালত থেকে একটি নির্দেশনা পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্দেশনায় আদালত বলেছেন, ১০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সুবিধাজনক সময়ে সিলেট-৩ আসনে উপনির্বাচন করতে পারবে ইসি।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
জানা গেছে, গত ২৮ জুলাই সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা -ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) উপনির্বাচনের তারিখ ধার্য্য ছিল। কিন্তু করোনার ভয়াবহ সংক্রমণের মধ্যে নির্বাচন আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। ওই দিন উপনির্বাচন থামাতে সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী ও নির্বাচনী এলাকার সাতজন ভোটার গেল ২৬ জুলাই রিট করেন হাইকোর্টে। তাদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মুহাম্মদ মনির রিটটি দায়ের করেন। শুনানি শেষে আদালত ৫ আগস্ট পর্যন্ত উপনির্বাচন স্থগিত রাখতে আদেশ দেন। এরপর গতকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) আবারও রিটের শুনানি হয়।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন জানান, আদালত রিটটি নিষ্পত্তি করে আগামী ১০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সুবিধাজনক সময়ে সিলেট-৩ আসনে উপনির্বাচন করার আদেশ দিয়েছেন।
এর আগে, গত ১১ মার্চ সিলেট-৩ আসনের নির্বাচিত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। ৯০ দিনের মধ্যে এ আসনে উপনির্বাচন করার বাধ্যবাধকতা ছিল। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে প্রধান নির্বাচন কমিশনার উপনির্বাচন আয়োজনে আরো ৯০ দিন সময় বর্ধিত করেন। এরপরই ২৮ জুলাই ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল।