দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::
দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউপি নির্বাচনে আ'লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলামের পোস্টার অপসারণের নির্দেশ। পোস্টারে মিথ্যা তথ্য দিয়ে প্রার্থী নিজেকে প্রভাষক দাবি করায় বুধবার অভিযোগের প্রেক্ষিতে দ্রুত পোস্টার অপসারণ করার নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ।
অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং লক্ষ্মীপুর ইউপি নির্বাচনে আ'লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম তাঁর নামের পূর্বে লিফলেট ও পোস্টারে প্রভাষক হিসেবে উল্লেখ করেন। এনিয়ে এলাকার সাধারণ ভোটাররা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করলে মিথ্যা তথ্য উপস্থাপনের দায়ে উপজেলা প্রশাসন দ্রুত পোস্টার অপসারণের নির্দেশ দেন।
জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম বলেন, 'ভুলে সাবেক শব্দটা লেখা হয়নি। আমি সংশোধন করে ফেলবো'।
এব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ বলেন, পোস্টার ও লিফলেটে মিথ্যা তথ্য উপস্থাপন করায় সংশ্লিষ্ট চেয়ারম্যান প্রার্থীকে পোস্টার ও লিফলেট অপসারণের নির্দেশনা দেয়া হয়েছে। প্রার্থী নিজে থেকে পোস্টার অপসারণ না করলে প্রশাসনিকভাবে তা অপসারণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০