স্টাফ রিপোর্টার (নিউজ ভিশন):
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুসরণে আগামী ১১ এপ্রিল কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ইচ্ছুক প্রার্থীরা চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ফরম বিক্রির প্রথম দিনে ২৩ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (৯মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ফরম বিক্রির প্রথমদিনে
বিভিন্ন কাউন্সিলর প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানাগেছে, চকরিয়া পৌরসভার বর্তমান ভোটার সংখ্যা হচ্ছে ৪৮ হাজার ৭শত ২৪ জন। তৎমধ্যে পুরুষ ভোটার হচ্ছে ২৫ হাজার ৮শত ৯৯ ও নারী ভোটার হচ্ছে ২২ হাজার ৮শত ২৫ জন। মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে যেসব কাউন্সিলর প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা হলেন, পৌরসভার ১নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মো.নুরুস শফি, ২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে কোন প্রার্থী ফরম সংগ্রহ করেনি, ৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে এইচ এম ইফতেখারুল ইসলাম (হানিফ), বর্তমান কাউন্সিলর বশিরুল আইয়ুব, মো.আক্কাস আহামদ, ৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে জাফর আলম, ফজলুল করিম, বাদল কান্তি সুশীল, ৫ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর ফোকানুল ইসলাম তিতু, মো.বেলাল উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিল পদে মো. ইমরান, জয়নাল আবেদীন, এনামুল হক মঞ্জু, ৭ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে গিয়াস উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর মুজিবুল হক মুজিব ও ৯ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে জিয়া উদ্দিন বাবলু, বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যেসব প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন, ১, ২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত পদের জন্য লাকী আক্তার, জসনে আরা বুলু, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত পদের জন্য রেজু আরা বেগম, ফারহানা ইয়াছমিন, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের জন্য বর্তমান কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, সজরুন্নাহার বুলু, সায়দা ইয়াছমিন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার থেকে উপজেলা নির্বাচন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চকরিয়া পৌরসভা নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করা হয়েছে। সেই লক্ষ্যে কার্যালয়ের প্রথমদিনেই মেয়র পদের প্রার্থী ছাড়া সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের জন্য ২৩ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তৎমধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭জন মহিলা প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। প্রথম দিন মেয়র পদে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেনি।
তিনি আরো জানান, ঘোষিত তফসিল অনুয়ারী ১৮মার্চ বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ, ১৯র্মাচ শুক্রবার মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং ২৪ মার্চ বুধবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ। ভোট গ্রহণ হবে আগামী ১১ এপ্রিল রবিবার।##
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০