ঢাকামঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ

সংবাদ সম্মেলনে পুননির্বাচনের দাবী বিজীত চেয়ারম্যান প্রার্থীদের
চকরিয়ার ডুলাহাজারা ইউপি নির্বাচনে ইভিএম কারচুপির মাধ্যমে আনারস প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে

প্রতিবেদক
নিউজ ভিশন
২৮ ডিসেম্বর ২০২১, ২:৪১ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চতুর্থ দফায় ডুলাহাজারা ইউপি নির্বাচনে প্রিসাইডিং অফিসারদের কারসাজি ও ইভিএমে কারচুপির মাধ্যমে আনারস প্রতিকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার বিকালে টেলিফোন প্রতিকের প্রার্থী কলিম উল্লাহ কলির বাসভবনে ওই ইউনিয়নে বিজীত চেয়ারম্যান প্রার্থীরা যৌথভাবে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বর্তমান চেয়ারম্যান ও লাঙ্গল প্রতিকের প্রার্থী নুরুল আমিন, টেলিফোন প্রতিকের প্রার্থী কলিম উল্লাহ কলি ও মোটরসাইকেল প্রতিকের প্রার্থী মুহাম্মদ মাহবুবুর রহমান।

তারা অভিন্নভাবে বলেন, প্রিসাইডিং অফিসারদের কারসাজি ও ইভিএমে কারচুপির মাধ্যমে আনারস প্রতিকের প্রার্থী হাসানুল ইসলাম আদরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাচনের এক সপ্তাহ আগে ইভিএম এ ভোট গ্রহণের ঘোষণা দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। আমরা আবারো পুনঃনির্বাচনের মাধ্যমে ভোট গ্রহণের দাবী জানাই। এ নির্বাচনের জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। এটি একপেশে নির্বাচন হয়েছে।
তারা আরো বলেন, আনারস প্রতিকের প্রার্থী ৯ নম্বর ওয়ার্ড কেন্দ্রে বুথের গোপন কক্ষের পাশে একজন পোলিং অফিসারকে দিয়ে প্রত্যেক ভোটারদের আনারস প্রতিকে ভোট দিতে চাপ প্রয়োগ করেন। এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবরে বারবার অভিযোগ কার হলেও কোন ব্যবস্থা গ্রহল করা হয়নি।
কেন্দ্রে সার্বক্ষণিক বিদ্যুৎ থাকার কথা থাকলেও অন্তত তিন থেকে চার বার বিদ্যুৎ চলে যায়। পরে প্রিসাইডিং কর্মকর্তারা নতুন মেমোরি কার্ড ঢুকিয়ে পুনরায় ভোট গ্রহণ শুরু করেন। ওই চেয়ারম্যান প্রার্থী আদর ইভএমএর টেকনেশিয়ানদের ম্যানেজ করে এ অনিয়মের আশ্রয় নিয়েছেন।
উপজেলার এক প্রশাসনিক কর্মকর্তার ছত্রছায়ায় হাসানুল ইসরাম আদরকে জেতানোর কুটকৌশল ব্যবহার করা হয়েছে। আমরা অবিলম্বে রবিবারে অনুষ্টিত ডুলাহাজারা ইউনিয়ন নির্বাচনে ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহনের দাবী জানাচ্ছি।
এদিকে নৌকা প্রতিকের প্রার্থী শাহনেওয়াজ তালুকদার তার নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকের একই অভিযোগ করেন। তিনি বলেন, ডুলাহাজারা ইউপি নির্বাচনে হাসানুল ইসলাম আদর নামে এক বিশেষ ব্যক্তিকে বিজয়ী করতে প্রশাসন ও দলের নেতাকর্মীরা এক হয়ে কাজ করেছেন। প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতিক দিলেও উপজেলা ও জেলা আওয়ামীলীগের কোন নেতাকর্মী নৌকার পক্ষে কাজ করেননি। আমি এই নির্বাচনের ফলাফল প্রত্যাখান করছি এবং আবারো ভোট গ্রহণের দাবী জানাচ্ছি নির্বাচন কমিশনের কাছে।
এই সংবাদ সম্মেলনে বিভিন্ন ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থীরাও একই অভিযোগ করেন। তারা বলেন, ইভিএমের মাধ্যমে একজনের ভোট পাল্টে আর একজনকে দিয়ে জিতিয়ে দেয়া হয়েছে। এসব বিষয়ে অনেক প্রিসাইডিং কর্মকর্তা অনৈতিভাবে আর্থিক লেনদেনও করেছেন বলে মেম্বাররা অভিযোগ করেন।
এসময় ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আহমদ হোসেন, বাদশা মিয়া, ৪ নম্বর ওয়ার্ডের জায়নাল আবেদীন, ৭ নম্বর ওয়ার্ডের মো. গিয়াসউদ্দিন ও মো. রাসেল উপস্থিত ছিলেন। ##

231 Views

আরও পড়ুন

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি জেলের ডান পা বিচ্ছিন্ন

টেকনাফে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে দুইজনকে অপহরণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, টঙ্গী পূর্ব থানার নতুন কমিটি ঘোষণা

চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের যে ওয়ার্ড এখন আতঙ্কের জনপদ!

প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে ————————–মাওলানা ইউসুফ আশরাফ

টঙ্গীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের আপত্তিকর মন্তব্যের জবাবে ড.আসিফ নজরুল

টেকনাফে অটোরিকশা যাত্রীর পেটে মিললো৪১পোটলা ইয়াবা

কাপাসিয়ায় আলোচিত সেই নাটক মঞ্চস্থ: মিডিয়ায় মুসল্লিদের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ সংস্কৃতি উপদেষ্টার

বোয়ালখালী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

কাপাসিয়ায় কথিত পন্ড হয়ে যাওয়া নাটক অবশেষে শনিবার মঞ্চস্থ হচ্ছে, মুসল্লিদের নামে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর

পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন