কুতুবদিয়া সংবাদদাতাঃ আসন্ন ইউপি নির্বাচনে কক্সবাজার এর কুতুবদিয়া উপজেলায় বুধবার (২৪ মার্চ) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ২ চেয়ারম্যান ও ৪ জন সাধারণ ইউপি সদস্যসহ মোট ৬জন প্রার্থী স্ব স্ব রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। আওয়ামী লীগের ২ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী লেমশীখালী ইউনিয়নের মোহাম্মদ রমিজ আহমদ কুতুবী ও বড়ঘোপ ইউনিয়নের আলহাজ্ব ছাবের আহমদ কোম্পানী।
এ ছাড়া সাধারণ সদস্য ৪ জন হলেন লেমশীখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নজরুল ইসলাম, বড়ঘোপ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সেবুর আলম, ৫নং ওয়ার্ডের আবুল বশর এবং আলী আকবর ডেইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহিউদ্দিন। সংরক্ষিত মহিলা সদস্য পদে কেউ প্রত্যাহার করেননি। মনোনয়ন বাতিল ও প্রত্যাহারসহ এখন ৬ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৬ জন এবং সাধারণ সদস্য পদে ২২৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন।
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জামশেদুল ইসলাম সিকদার বলেন, ২ জন চেয়ারম্যান প্রার্থী ও ৪ জন সাধারণ সদস্য বুধবার তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) মোট ৩৩২ প্রার্থীর মাঝে সিডিউল অনুযায়ি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে বলে জানান তিনি।