বাপ্পী রাম রায়
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
মাত্র কয়েকদিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা।
ঘরে ঘরে দেবী দূর্গার আগমনী বার্তা। দেবী দূর্গাকে স্বাগত জানাতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সুন্দরগঞ্জের মৃৎশিল্পীরা।
সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে তাদের ব্যস্ততা। আগামী ৪ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী পূজা। মণ্ডপ থেকে মণ্ডপে বেজে ওঠবে ঢাকঢোল আর কাঁসার শব্দ। পাঁচ দিন উৎসব পালন শেষে ৮ অক্টোবর মঙ্গলবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ঘটবে এর সমাপ্তি। তবে আনুষ্ঠানিকভাবে মহালয়ার দিন থেকেই দেবীর আগমনী উৎসব শুরু হবে।
সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা যায়, কাঁদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় গড়ে তোলা দেবী দূর্গার প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। সুন্দরগঞ্জ উপজেলার কেন্দ্রীয় পূজা মন্দিরে গিয়ে দেখা যায়, মাটির কাঠামো নির্মাণের মূল কাজ ইতিমধ্যেই শেষ করেছেন শিল্পীরা। এখন বাকি রয়েছে রং তুলির ছোঁয়ায় প্রতিমার রূপ ফিরিয়ে আনার মূল কাজ।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সুত্রে জানা যায়, সব মিলিয়ে এ বছর উপজেলায় ১৩১ টি মণ্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০