নিজস্ব প্রতিবেদক
আইসিটি ফর এডুকেশন চট্টগ্রাম জেলা এম্বাসেডর ফোরামের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান গত শুক্রবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা এম্বাসেডর ফোরামের সভাপতি ও আনোয়ারার বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. আবদুল হান্নান।
ফোরামের সাধারণ সম্পাদক ও কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মান্নান সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন এটুআই, আইসিটি ডিভিশনের প্রোগ্রাম এসিসটেন্ট কনসালটেন্ট অভিজিৎ সাহা।
বিশেষ অতিথি ছিলেন জেলা এম্বাসেডর ফোরামের সাবেক সভাপতি ও বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ ইকবাল।
সংবর্ধিত অতিথি ছিলেন ফেনী টিচার্স ট্রেনিং কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহা. আখতার হোছাইন কতুবী, কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রাত.) লুৎফুন্নিছা খানম ও বোয়ালখালীর দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন ফোরামের সদস্য চরণদ্বীপ দেওয়ান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাত ফারজানা, আরফা করিম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেহেদী হাসান, আইডিয়াল স্কুলের শিক্ষক দিলকুশা খানম ও চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুলের শিক্ষক পারভীন সুলতানা।