
নিউজ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম অনলাইনে অপপ্রচারের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানোর অভিযোগে তিনি ফেসবুকের ১১টি পেজ ও আইডির বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে মামলা করেছেন।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ডিবি কার্যালয়ে মামলা করার পর গেটের সামনে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় ডাকসুর অন্যান্য নেতারাও সঙ্গে ছিলেন।
সাদিক কায়েম যে ১১টি ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে অভিযোগ এনেছেন সেগুলো হলো—ডাকসু কন্ঠস্বর, BongoGraph, আমার ডাকসু, The Nationalist Data, কাঁঠেরকেল্লা, রৌমারি, DU Insiders এবং ইয়ার্কি—এই আটটি পেজ। পাশাপাশি এনামুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদ নামে তিনটি ব্যক্তিগত আইডিও রয়েছে তালিকায়।
ব্রিফিংয়ে সাদিক কায়েম দাবি করেন, এসব পেজ রাজনৈতিকভাবে সংযুক্ত এবং ছাত্রদল ও বিএনপির বিভিন্ন কর্মী-সমর্থক এসব পেজ পরিচালনা করে থাকে। তিনি জানান, সংশ্লিষ্ট পেজগুলোর লিংক ডিবিকে দেওয়া হয়েছে এবং সাইবার বিশেষজ্ঞরা ইতোমধ্যে বিষয়টি তদন্ত করছেন। পাশাপাশি বিআরটিসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০