সিলেট ব্যুরোঃ
২১ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষাসৈনিকদের শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ঢল নামে হাজারও মানুষের। শ্রদ্ধাবনত মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলা ভাষার অধিকার আদায়ে প্রাণ উৎসর্গকারী শহিদদের।
প্রশাসনের বিভিন্ন দপ্তর, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ফুল হাতে শ্রদ্ধা নিবেদন করতে শহিদমিনার প্রাঙ্গনে ভিড় করেছেন।
রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহিদ মিনার বাস্তবায়ন পরিষদের মাধ্যমে শুরু হয় শ্রদ্ধা নিবেদন কার্যক্রম।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার ভোরে স্মিলিত নাট্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রভাতফেরির আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন সংগঠন সকালেও শ্রদ্ধা নিবেদন করবে।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেস্কো) ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত কয়েক বছর ধরে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।