নিজস্ব প্রতিবেদক :
টানা তাপপ্রবাহের পরে রাজধানী ঢাকায় হটাৎ বৃষ্টি নামলো। এতে জনমনে স্বস্তি ফিরেছে। রাজধানীর উত্তরা,মিরপুর, মতিঝিল, শনির আখড়া,সূত্রাপুর সহ বেশ কয়েক স্থানে বৃষ্টি হয়েছে। সাথে তুমুল বজ্রপাত লক্ষ্য করা গেছে।
এদিকে আবহাওয়া অফিস জানায়- মে মাসেও তাপপ্রবাহের ধারা অব্যাহত থাকতে পারে। যদিও তাপপ্রবাহের পাশাপাশি বজ্র ও শিলাবৃষ্টির সঙ্গে তীব্র কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে তারা। সেখানে ঘূর্ণিঝড়েরও আশঙ্কা করা হয়।
আজ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও চেয়ারম্যান মো. আজিজুর রহমানের সই করা একমাস মেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, মে মাস জুড়ে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে, এ মাসে দেশে তিন থেকে পাঁচদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং দুই থেকে তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।
আর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য হিট অ্যালার্ট জারি করে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।