
নিউজ ডেস্ক :
জামায়াতে ইসলামীর আমীর ডা:শফিকুর রহমান বলেছেন,যথাসময়ে নির্বাচন হতে হবে,নয়তো দেশে সংকট তৈরি হবে। একইসাথে নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে পিআর বাস্তবায়ন অবশ্যই করবেন বলেও জানান জামায়াত আমীর।
তিনি বলেন, নির্বাচনে জামায়াতে ইসলামী কারো সাথে জোট না করলেও বিভিন্ন দল ও শক্তির সাথে নির্বাচনী সমঝোতা করতে পারে।
শনিবার (২২ নভেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে চট্টগ্রাম আসেন জামায়াত আমীর হেলিকপ্টারযোগে চট্টগ্রাম এসে নগরীর প্যারেড মাঠে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ এখন ইতিহাসের বাকে এসে দাড়িয়েছে।এ জাতির সামনে বারবার সুযোগ এলেও তার উত্তম ব্যবহার যাদের করার কথা ছিলো তারা সেটি না করে তার অপব্যবহার করেছে, নিজেদের পকেট ভরেছে।
দেশপ্রেম,ভিশন ,আন্তরিকতা ও সৎ নেতৃত্ব না থাকার কারণে বারবার সুযোগ এলেও তা হাতছাড়া হয়েছে উল্লেখ করে জামায়াত আমীর বলেন, ২৪ এর গণঅভ্যুথ্থানের পর যে সুযোগ সৃষ্টি হয়েছে তা আর হাতছাড়া হতে দেওয়া যাবে না। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই উল্লেখ করে এটি বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানান।
এরপর তিনি সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ‘নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন’- এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০