নিউজ ডেস্ক :
ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
সার্চ ইঞ্জিন গুগলের তথ্য বলছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২ ।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে। এ কম্পনের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত সেপ্টেম্বর সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৯। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসামে।
এ নিয়ে এ মাসে তিনবার দেশে ভূমিকম্প অনুভূত হলো বলে জানিয়েছেন সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতামা। তিনি বলেন, এর আগে গত মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সিলেট এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারত–মিয়ানমার সীমান্ত। এ ছাড়া ৯ সেপ্টেম্বর আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের কাছাড় এলাকা
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০