সুনামগঞ্জ প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার সর্বস্তরের সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে “জাতির পিতার সম্মান, রাখব মোরা অম্লান” মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে উপজেলা প্রশাসক সুনিয়া সুলতানার সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
সভায় বিগত ৫ ডিসেম্বর কুষ্টিয়ায় রাতের আঁধারে কতিপয় দুস্কৃতিকারী কর্তৃক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নির্মাণাধীন ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে তীব্র নিন্দা, ঘৃনা ও ক্ষোভ প্রকাশ করা হয়। এছাড়াও জাতির পিতার সর্বোচ্চ সম্মান অক্ষুণ্ন রাখার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞা ও একই সাথে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশের চলমান অগ্রযাত্রা বেগবান করার ক্ষেত্রে সকলে মিলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজাদুর রহমান। কৃষি অফিসার মো মোহসিন আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আম্ভিয়া আহম্মদ, উপজেলা মৎস ওআনসার বি ডি পি, প্রাথমিক শিক্ষা অফিসার, সহ বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তা কর্মচারী গন, পরিচালনা করেন সমাজ সেবা অফিসার মোঃ কামরুল ইসলাম
অনুষ্ঠানে উপজেলার সর্বস্তরের সরকারী কর্মকর্তা, শিক্ষকবৃন্দ ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০