মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ
বিশ্বম্ভরপুরে এক দফা-এক দাবি বাস্তবায়নে ইউএনও মফিজুর রহমানের অপসারণের দাবীতে বিক্ষুব্ধ জনতা শ্লোগানে-শ্লোগানে
১০ কিলোমিটার পথ প্রদক্ষিণ করে লং 'মার্ট ও অবস্থান কর্মসূচি পালন করে। লাঠিয়াল বাহিনী দিয়ে শান্তিপূর্ণ মানববন্ধনে হামলাকারী, অযোগ্য, অদক্ষ ও দুর্নীতিবাজ ইউএনও এর তাৎক্ষণিক অপসারণের দাবিতে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদে লং 'মার্ট ও অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (৮মে) এলাকাবাসী ইউএনও এর অপসারণের দাবিতে হাজার হাজার জনতা
সকাল ১০টা হইতে ১২টা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পথ পায়ে হেঁটে প্রদক্ষিণ করেন।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ইউএনও মফিজুর রহমানকে লক্ষ্য করে দীর্ঘদিন যাবত এলাকায় চাঞ্চল্যকর উৎকন্ঠা শুরু হচ্ছে।
গত ৪ মে রবিবার ইউএনও এর অপসারণ দাবি করে বিশ্বম্ভরপুর উপজেলার সুশীল সমাজের ব্যানারে একটি মানববন্ধন করেছেন এলাকা বাসী। ইউএনও কে দুর্নীতিবাজ বা ফ্যাসিবাদের ধূসর হিসেবে আখ্যা দিয়ে, বিভিন্ন তথ্য উদঘাটন করেন তারা। তখন আরেকটি দল তাদের এই শান্তিপূর্ণ মানববন্ধনে অতর্কিত হামলা করেন।
এ সময় কয়েকজন আহত হয়েছেন। পরিশেষে এ নিয়ে দুই পক্ষের মধ্যে মামলা হামলা হলে তখন থেকে উৎকণ্ঠা বিরাজ কর উপজেলাব্যাপী।
এ সময় জনতার মিছিলে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রব, সফিকুর রহমান জনি,শাহিন আহমদ, জিয়াউর রহমান, আতাউর রহমান, হাফিজ আব্দুল আজিজ,বিল্লাল হোসেন, আমিরুল ইসলাম, ইমন, নূর মোহাম্মদ, আনসার আলী, মানিক মিয়া, শাহ আলম, ফুল মিয়া সহ উপজেলার সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী ও পেশার সাধারণ জনগণ।
উপজেলার চালবন পয়েন্ট থেকে কারেন্টের বাজার হয়ে বোয়াল চত্বর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরের সামনে গিয়ে প্রতিবাদী বক্তব্যে মিলিত হন তারা।
সংবাদ পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারি পুলিশ সুপার সুনামগঞ্জ ঘটনাস্হলে উপস্থিত হয়ে বিক্ষুদ্ধ জনতাকে থামিয়ে সান্তনা দেন। তারা বলেন, দেশে আইন আছে আপনারা ধৈর্য্য ধরুন,আমরা এই বিষয়টি তদন্ত করে ১০ কার্যদিবসের মধ্যে ব্যবস্থা নেব ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০