ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য জামায়াতের ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তার ঘোষণা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২২ জুলাই ২০২৫, ৩:০৮ অপরাহ্ণ

Link Copied!

রফিকুল ইসলাম জসিম |

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, “উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আহতদের চিকিৎসায় দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আল্লাহ তা’য়ালা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন। আমিন।”

দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও ছবি ভাইরাল হয়। স্থানীয় মানুষজন ও উদ্ধারকারী বাহিনী তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। এদিকে, জামায়াতের এ মানবিক সহায়তার ঘোষণা অনেকের প্রশংসা কুড়িয়েছে।

এই সহায়তা কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং কিভাবে পরিচালিত হবে—এ বিষয়ে দলটির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি একাডেমিক ভবনে সরাসরি আঘাত হানে বিমানটি, এরপর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বিধ্বস্ত ভবনে তখন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। অনেকে ঘটনাস্থলেই প্রাণ হারান, অনেককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

বিমান বিধ্বস্তের পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে সেখানে যোগ দেয় সেনাবাহিনী ও বিজিবির দল। বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারেও আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এ দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত (মঙ্গলবার সকাল ৮টা) নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে এবং আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও অন্তত ৭৮ জন। অনেকের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন

হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখার পর কি বললেন জামায়াত আমীর?

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপাসিয়া প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল

কাপাসিয়ায় গাছ কেটে অবৈধভাবে কয়লা তৈরি করার দু’টি চুল্লী ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

রাউজানের ডাবুয়ায় খালেদা জিয়ার সুস্থতার জন্যে খতমে কুরআন ও দো’য়া মাহ’ফিল

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা

২০২৪-২৫ সেশনের ক্লাস শুরু এবং ৫ দফা দাবি ইডেন শিক্ষার্থীদের

কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন

চকরিয়ায় স্বামীর নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

দোয়ারাবাজারে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

১১ পেজ ও আইডির বিরুদ্ধে ডিবি কার্যালয়ে মামলা করলেন সাদিক কায়েম

সেন্টমার্টিন থেকে শাহপরীরদ্বীপ আসার পথে স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু,আহত-২