
তানজিল ইসলাম শুভ
বরিশাল
বর্তমান এই করোনা পরিস্থিতে মানুষ যখন নিজেকে অসহায় মনে করছে, কিছু দিন আগে সমগ্র দেশ যখন ঘড় বন্ধি ছিল, মানুষ কাজে বের হতে পারেনি, খাবারের সমস্যায় ছিল অনেক পরিবার, ঠিক তখন ই অসহায় হত দরিদ্র মানুষের পাশে দাড়ায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। ঠিক এই মুহূর্তে বরিশাল ও খুলনা অঞ্চলে ৩১৫৭ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়। শহর অঞ্চলের ২৪২ টি পরিবারের মাঝে ৫০০০ টাকা এবং গ্রাম অঞ্চলের ২৯১৫ টি পরিবারের মাঝে ৩০০০ টাকা প্রদান করা হয়। নগদ অর্থ বিকাশের মাধ্যমে করা হয়।এবং সুবিধা ভোগী বাছাই থেকে অর্থ প্রদান সব কিছুই আধুনিক পদ্ধতিতে করা হয়েছে।
সরোজমিনে দেখা গেছে পরিবার গুলো এই নগদ অর্থ পেয়ে অনেক আনন্দিত।তাদের মতে,এই সময়ে টাকা আমাদের অনেক প্রয়োজন।আমারা খাবার কিনতে পারবো এই টাকার মাধ্যমে।
নগদ অর্থ ছারাও খুলনা ও বরিশালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ২৬২৮ পরিবারকে হাইজিন কিডস, ১৬০৮ পরিবারকে ওয়াশ উপকরন এবং ৫২৭ জন স্বাস্থ্য সেবিদের পিপিই প্রদান করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা ও বরিশাল অফিস থেকে জানা যায়, তারা বিভিন্ন ভাবে আরো সহায়তা প্রদান করবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০