এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারাবাজারের পান্ডারগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ব্রেস্টফিডিং কর্ণার শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১১অক্টোবর)দুপুরে উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক সহযোগিতায় ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সমন্বয়ে পান্ডারগাঁও ইউনিয়ন স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বেস্টফিডিং কর্নার এর শুভ উদ্বোধন করা হয়। পরবর্তীতে পান্ডরগাও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিচালনা কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা পরিদর্শক রেদওয়ানুর রহমানের সঞ্চালনায় পান্ডারগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম মিনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল ইসলাম, সাবেক পরিবার পরিকল্পনা পরিদর্শক গৌছুল ইসলাম, কেয়ার বাংলাদেশ এর প্রতিনিধি আব্দুস শুকুর, ইদ্রিস আলী, সমাজ কর্মী ও শিক্ষানুরাগী মোঃ ওলিউর রহমান । অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ পরিদর্শক, পরিবার কল্যাণ সহায়িকা, পরিবার পরিকল্পনা ভলান্টিয়ার, পি-সিএসবিএ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিচালনা কমিটির সদস্য বৃন্দ এবং গর্ভবতী, দুগ্ধদানকারী মা, কিশোরী সহ অন্যান্য সেবা গ্রহীতাগন।