Oplus_131104
দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী নিহত
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(১০ এপ্রিল)দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতের অভ্যন্তরে প্রায় ১০ কিলোমিটার ভিতরে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত কুটই মিয়া(৫৫)সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া(মোকামছড়া)গ্রামের মৃত মনির উল্ল্যাহ’র ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের ১২৩০ সাবপিলার ২ এস-এর পাশ দিয়ে ৬/৭জনের একটি দল সুপারী আনার জন্য ভারতের প্রায় ১০ কিলোমিটার অভ্যন্তরে ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলার মোশাররম থানার লংথ্রাই পুঞ্জি এলাকায় প্রবেশ করে। দুপুরে সুপারী বস্তায় ভরার সময় খাসিয়ারা দেখে গুলি ছুড়লে কুটই মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। গুলির পর তার সঙ্গে থাকা বাকি ৫ /৬ জন দৌড়ে বাংলাদেশে চলে আসে।বিকালে খবর পেয়ে নিহত কুটই মিয়া আত্মীয়-স্বজন লংথ্রাই পুঞ্জি এলাকায় গিয়ে কুটই মিয়ার মৃতদেহ শনাক্ত করেছে বলে জানাযায়।