নিউজ ডেস্ক :
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংলাপ করার জন্য নির্বাচন কমিশন দেশের প্রধান বিরোধী দল বিএনপিকে আবারো আমন্ত্রণ জানিয়েছে ।
প্রাথমিক প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষ থেকে এই আমন্ত্রণকে ‘সরকারের নতুন কৌশল’ বলে বর্ণনা করেছে দলটি, কিন্তু এখনো সংলাপে যাওয়া বা না যাওয়ার বিষয়ে তাদের সিদ্ধান্ত জানায়নি।
মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে।
এই বছরের শেষ নাগাদ বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিন্তু নিরপেক্ষ সরকার ছাড়া সেই নির্বাচনে অংশ নেবে না বিএনপি ঘোষণা দিয়েছে।
এর আগে কমিশন যে সংলাপের আয়োজন করেছিল, সেখানে অংশ নেয়নি দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক দল এবং তাদের মিত্র দলগুলো।
সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কূটনৈতিক মহল থেকে বারবার তাগিদ দেয়া হচ্ছে।
এমন প্রেক্ষাপটেই বিএনপিকে সংলাপে বসার জন্য পুনরায় আমন্ত্রণ জানাল কমিশন।
এই আমন্ত্রণ পাঠানো হয়েছে এমন সময়ে, যখন বহু বছর নিষ্ক্রিয় থাকার পর বিএনপি এবং অন্য রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠতে দেখা যাচ্ছে।
অতীতে এ ধরনের কর্মকাণ্ডে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে নানারকম বাধা তৈরি করা হত। কিন্তু এবার দেশে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য তাদের ছাড় দেয়া হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০