ঢাকাবৃহস্পতিবার , ৮ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়

দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৭ মে ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর জাতীয় পর্যায়ের ফলাফলে দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট মনোনীত হয়েছেন চট্টগ্রাম, পটিয়া ও কক্সবাজার পিটিআইয়ের সাবেক সুপারিনটেনডেন্ট ও বর্তমান টাঙ্গাইল পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।

বুধবার (৭ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ফরিদ আহাম্মদ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও পদক বাছাই কমিটির সদস্য সচিব আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত ফলাফলে মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

আগামী ১০ মে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে শিক্ষা পদক প্রদান করা হবে।

মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার ২০০৬ সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে হবিগঞ্জ পিটিআইতে প্রথম সুপারিনটেনডেন্ট পদে যোগদান করেন। এরপর জনস্বার্থে সরকারি আদেশে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে বিশেষজ্ঞ পদে পদায়ন হন। সেখানে ১ বছর বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অর্পিত দায়িত্ব সফলতার সাথে পালন করেন। ২০০৮ সালে জনস্বার্থে আবারও বদলিজনিত পদায়ন হন কক্সবাজার পিটিআইতে। সেখানে প্রায় ৪ বছর অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন কাজ করেন। ২০১২ সালে চট্টগ্রাম পিটিআই এ বদলি পূর্বক পদায়ন হন।

চট্রগ্রাম পিটিআইতে কর্মরত অবস্থায় সরকার ২০১৩ সালে মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার কর্মজীবনের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুপারিনটেনডেন্ট নির্বাচিত হন।

তিনি ২০১৭ সালে মালয়েশিয়াতে এডুকেশন ম্যানেজমেন্টের উপর প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এবং দক্ষতার সাথে তা সম্পন্ন করেন। এ সময় একই সাথে জনস্বার্থে চট্টগ্রাম পিটিআইয়ের পাশাপাশি খাগড়াছড়ি পিটিআইয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৮ সালের জানুয়ারি মাসে জনস্বার্থে পটিয়া পিটিআই এ যোগদান করেন এবং সুষ্ঠুভাবে প্রাথমিক শিক্ষা পরিবারের উন্নতিকল্পে একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করেন। পটিয়া পিটিআইতে কর্মরত অবস্থায় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয়ে ২০১৮ সালে বাংলাদেশ সরকারের অর্থায়নে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বল্টন হতে এডুকেশন ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে পটিয়া পিটিআইতে যোগদান করে আবারও জনস্বার্থে বদলি হয়ে গাজীপুরের জয়দেবপুর পিটিআইয়ে যোগদান করেন। বর্তমানে তিনি টাঙ্গাইল জেলার টাঙ্গাইল পিটিআইয়ে সুপারিনটেনডেন্টের দায়িত্ব পালন করছেন।

ভাষাপ্রেমী এই মানুষটি মাতৃভাষার প্রতি দায়িত্বশীলতা থেকে ‘ভাষার মিছিলে অগ্রণী যাঁরা’ নামক একটি বই সম্পাদনা করেছেন। সামাজিক কাজের জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন সম্মাননা পেয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রতিবন্ধীদের জীবন মানোন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “বায়াতুশ শরফ প্রতিবন্ধী” বান্ধব সম্মাননা ২০১১ খ্রিস্টাব্দে, আর্ন্তজাতিক মানবাধিকার কমিশনের অঙ্গ সংগঠন, “বাংলাদেশ মানব উন্নয়ন পরিষদ কর্তৃক বিশেষ সম্মাননা প্রাপ্তি, ছায়ানীড়ের আয়োজনে সর্বস্তরের বাংলা ভাষা, শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে কার্যক্রমের সক্রিয় নেতৃত্বদানকারী হিসেবে বিশেষ সম্মাননা।

উল্লেখ্য, মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার তারাচপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মুহাম্মদ আব্দুস সামাদ তালুকদার এবং মাতা আনোয়ারা বেগমের ৮ ছেলে ও ১ কন্যার মধ্যে তিনি ৬ষ্ঠ সন্তান।

112 Views

আরও পড়ুন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্হায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

বোয়ালখালীতে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাঁবু জলসা সম্পন্ন

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখার সম্মেলন

অর্থাভাবে ভর্তি না হতে পারা শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা বাসিত

টেকনাফে পৃথক অভিযানে পৌনে৪কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক-২,সিন্ডিকেটের অপর সদস্যরা অধরা

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সঃ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি!

উখিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোহাম্মদ ইসহাকের জানাযা সম্পন্ন

এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি -২০২৫

টঙ্গীতে উঠান বৈঠকে কামরুল ইসলাম কামু : “ভোট বিক্রি মানেই নিজের ভবিষ্যৎ নষ্ট করা”

পরিবারের সাংবাদিক সম্মেলন
চকরিয়ায় সাজানো ধর্ষণ ঘটনায় মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

বি এম কলেজ উত্তরণের সভাপতি নুসরাত- সম্পাদক প্রকাশ।