ঢাবি প্রতিনিধি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছে, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার হত্যার ঘটনায় জড়িতের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না।
সোমবার সকাল সচিবালয়ে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয়ে আলাপকালে একথা বলেন।
অভিযোগ উঠেছে, ভারতের বিরুদ্ধে ফেসবুকে স্টাটাস দেওয়ায় ছাত্রলীগকর্মীরা আবরারকে গতকাল রাতে পিটিয়ে হত্যা করে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাসেল এবং ফুয়াদ নামের দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। রাসেল বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আর রাসেল সভাপতি। দুজনেই বুয়েটের শিক্ষার্থী।
এছাড়া আবরারকে পিটিয়ে হত্যার প্রতিবাদে সাধারণ ছাত্র-ছাত্রীরা আজ দুপুর বারোটায় রাজু ভাস্কার্যে বিক্ষোভ মিছিল করে।
উল্লেখ্য, গতকাল রাত তিনটায় বুয়েটের শেরে বাংলা হলের প্রথম তলা থেকে ২য় তলায় ওঠার সিড়ি থেকে আবরারের লাস উদ্ধার করা হয়। এসম তার শরীররে প্রচুর আঘাতে চিহ্ন পাওয়া যায়। আবরার ইলেক্ট্রিকাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষে ছাত্র ছিল।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০