মুহা. ইকবাল আজাদ।
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা এলাকায় করোনা ভাইরাস বহনকারী কন্যাপতি থেকে শ্বশুর আক্রান্ত হয়েছেন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নমুনা পরীক্ষায় শ্বশুরের করোনা পজিটিভ বলে জানানো হয়। তাছাড়া রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী তাঁর ফেসবুক আইডিতে আক্রান্ত রোগীর সত্যতা নিশ্চিত করেছেন।
গত ১১ই এপ্রিল নারায়ণগঞ্জ ফেরত ফয়সাল করোনা সন্দেহে শ্বশুর বাড়িতে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। ফয়সালের মৃত্যুর পরে তার পরিবারের ৪জন এবং গ্রাম্য চিকিৎসকের নমুনা সংগ্রহ করা হয়। আজ চাঁদপুরে তাদের নমুনা পরীক্ষার ফলাফল আসে। মৃত ফয়সালের শ্বশুর ব্যতীত বাকি ৪জনের করোনা নেগেটিভ আসে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। মৃত ব্যক্তির শ্বশুর ছাড়াও আজ চাঁদপুরের হাইমচরে ১২ বয়সী এক যুবতী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।
জেলা সিভিল সার্জনের পরিসংখ্যান অনুযায়ী, চাঁদপুরে এই পর্যন্ত ১২জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে নারায়ণগঞ্জ ফেরত সদরের একজন রোগী মৃত্যুবরণ করেন। তাছাড়া চাঁদপুরে শনাক্ত হওয়া প্রথম করোনা রোগী সুস্থ হয়ে মতলবে শ্বশুর বাড়িতে ফেরত আসেন। বর্তমানে চাঁদপুরের ১০জন রোগী চিকিৎসাধীন আছেন। পাশাপাশি জেলায় হোম কোয়ারেন্টিনে আছেন ১২৬৩ জন, আইসোলেশনে আছেন আরও ৪জন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০