মুহা. ইকবাল আজাদ।
করোনার আতঙ্কে গত ৯ তারিখ চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক। তাতেও থেমে নেই ঘাতক করোনার হিংস্র থাবা। গত ১১ই এপ্রিল চাঁদপুরে নারায়ণগঞ্জ ফেরত এক যুবকের (৪১) মৃত্যু ঘটে। করোনা সন্দেহে ওই যুবকের বিশেষ নিয়মে দাফন করা হয়। ওইদিন রাতে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেন আট সদস্যের প্রশিক্ষিত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। আজ সকালে নমুনার রিপোর্ট চাঁদপুর পৌঁছছে বলে জানান জেলা সিভিল সার্জন। তিনি জানান, মৃত ব্যক্তির করোনা পজিটিভ ছিলো। অর্থাৎ তিনি করোনায় আক্রান্তকারী হিসেবে মৃত্যুবরণ করেন।
গত শনিবার চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে করোনা উপসর্গে এক যুবকের মৃত্যু ঘটে বলে নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান। নারায়ণগঞ্জ ফেরত ওই যুবকের শ্বশুর বাড়ি কামরাঙ্গা এলাকায় মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম ফয়সাল। তিনি গত পহেলা এপ্রিল নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে আসেন। গত ২৬ এপ্রিল থেকে করোনা উপসর্গে ভুগছিলেন মৃত ফয়সাল। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে শ্বশুরবাড়ি চাঁদপুরের কামরাঙ্গা এলাকায় আসেন। সেখানে এসে আবারও জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন ফয়সাল। গত ১১ই এপ্রিল বিকাল ৪টায় শ্বশুর বাড়িতে মৃত্যুবরণ করেন। জানা যায়, ফয়সাল করোনা উপসর্গের পাশাপাশি উচ্চ রক্তচাপেও ভুগছিলেন।
মৃত ব্যক্তি ফয়সাল পরিবার সমেত নারায়ণগঞ্জ এর পাঠানতলী এলাকায় বসবাস করতেন। তিনি নারায়ণগঞ্জে এসিআই কোম্পানিতে কর্মরত ছিলেন। তার পৈত্রিক নিবাস চাঁদপুর জেলার মতলব উপজেলার কাসিমপুর গ্রামে। আজকের নতুন একজনসহ চাঁদপুরে এই পর্যন্ত আক্রান্তকারীর সংখ্যা ৭জন। মৃত্যুর সংখ্যা ১ জন। দেশে আজকের নতুন ২১৯ জন আক্রান্তকারীসহ মোট রোগীর সংখ্যা ১২৩১ জন। নতুন ৪ মৃত্যুসহ মৃতের সংখ্যা অর্ধশতকে পৌঁছেছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০