
ডি এইচ মনসুর, আনোয়ারা :
আনোয়ারায় করোনা ভাইরাসের ভয়াবহ আবস্থায় আনোয়ারায় চলছিল ইট ভাটার কাজ।
গতকাল বুধবার আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর চৌধুরীর নেতৃত্বে আনোয়ারা থানা ও সেনাবাহিনীর একটি টিম নিয়ে আনোয়ারা উপজেলারর বটতলী ইউনিয়নে কর্ণফুলী ব্রিকস ফিল্ড ও শাহ মোহছেন আউলিয়া ব্রিকস ফিল্ডে অভিযান চালিয়ে ইটভাটার শ্রমিকদের কাজ বন্ধ দেন।
এসময় শ্রমিকদের সকলকে নিরাপদে ঘরে থাকার পরামর্শ প্রদান করেন তিনি।
তিনি আরও বলেন, সরকারি সাধারণ ছুটি ঘোষণা অনুযায়ী আগামী ১১ এপ্রিল পর্যন্ত ইটভাটার শ্রমিকদের কাজ বন্ধ থাকবে।যদি তা কেউ অমান্যতা করেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০