স্টাফ রিপোর্টারঃ
হাওর অধ্যুষিত সুনামগঞ্জের অন্যতম বড় সমস্যা বেকারত্ব। কর্মসংস্থানের অভাবে বেকার রয়েছেন জেলার কয়েক লাখ তরুণ-তরুণী। সরকারের বহুমূখী উদ্যোগের পাশাপাশি আত্মকর্মস্থানই তরুণদের সম্ভাবনা জাগাতে পারে এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচন সম্ভব।
যুব দিবস উপলক্ষ্যে বেসরকারি সংস্থা হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি (হাউস) এর উদ্যোগে আয়োজিত “হাওরাঞ্চলের যুব কর্মসংস্থান, যুব সংগঠন সমুহের ভূমিকা” শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।
সোমবার সকাল ১০ ঘটিকায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সেমিনারে হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ‘র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় যুব সংসদ কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক ওবায়দুল হক মিলন।
তিনি তার বক্তব্যে যুব কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের ভূমিকার প্রশংসা করেন। দারিদ্র বিমোচনে ও এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের পাশাপাশি সকল স্তরের মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় অতিথির বক্তব্যে সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা শাখার উপদেষ্টা অসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম বলেন, হাওরাঞ্চলের যুব কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সকল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে একত্রিত করতে হবে। পাশাপাশি প্রত্যেকটি সরকারি বেসরকারি দপ্তরে যোগাযোগ করতে হবে যাতে বেকারদের কাজে লাগানো যায়। ঐক্যবদ্ধ শক্তি একদিন পরিবর্তন আনবে।
হাওর বাচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, হাওরাঞ্চলের প্রাকৃতিক সম্পদকে চিহ্নিত করা জরুরী। চিহ্নিত সম্পদকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং উৎপাদন বাড়বে। এ ক্ষেত্রে তরুণদের এগিয়ে আসতে হবে।
সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া বলেন , বেকারত্ব দুরীকরণে যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের প্রশিক্ষণ পরবর্তী ফলো আপ করা জরুরী। পিছিয়ে পড়া নারীদের গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে যাতে তারা আত্ম নিভর্রশীল হয়ে গড়ে উঠতে পারে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মনির উদ্দিন মনির, আরডিএস এর নির্বাহী পরিচালক মিজানুল হক সরকার, জাতীয় যুব জোট জেলা শাখার সভাপতি মোখলিছ আলী, নারী উদ্যোক্তা তৃষ্ণা আক্তার রুশনা, শিল্পী বেগম, নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মহিম তালুকাদার, হিউম্যান রাইটস ট্রাস্ট ওয়াচ অব বাংলাদেশ সুনামগঞ্জ জেলার শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু সঈদ, গাঙচিল লেখিকা সাহিত্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আনোয়ারা খাতুন, হাওর বাচাও আন্দোলন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মানবতার কল্যাণ ফাউন্ডেশন সভাপতি কামরুজ্জামান কামরুল, সম্মিলিত সামাজিক জোট সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক পাবেল আহমদ,দক্ষিণ সুনামগঞ্জ যুব কল্যাণ সংস্থার সহ-সভাপতি আলমগীর হোসাইন, দক্ষিণ সুনামগঞ্জ যুব কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক শহীদনূর আহমেদ,
দরগাপাশা যুব কল্যাণ সংস্থার সভাপতি সৈয়দ আসাদুজ্জামান আসাদ, এক্টিভ সিটিজেন সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী কে.বি প্রদীপ দাস, দক্ষিণ সুনামগঞ্জ যুব কল্যাণ সংস্থার সহ-কোষাধক্ষ শৈলেন সুত্রধর, গাঙচিল সাহিত্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদ বিন শফিক, যুব নেতা মতিউর রহমান, শাহ্ আলম, শরীফ আহমদ, পরিতোষ বর্মণ, সুরঞ্জন বর্মণ, হাবিবুর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০