--------
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের সদস্যদের অভ্যন্তরীণ বিরোধ পরিহার করে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘এলাকায় কোনো গ্রুপিং ও আন্তঃদলীয় প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না। সবাইকে কাজ করতে হবে। আমি মনোনয়ন দেব। যারা এলাকায় কাজ করতে চান, তাদের একসাথে কাজ করতে হবে।’
বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের যৌথসভায় ভিডিও কলে তিনি এ নির্দেশনা দেন।
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের দেখাশোনার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি।
তিনি বলেন, সরকারের অসংখ্য প্রকল্পের মাধ্যমে নারী, পুরুষ, শিশু ও বয়স্ক ব্যক্তিদের বিভিন্ন ধরনের ভাতা প্রদান করা হচ্ছে।
এই প্রসঙ্গে, তিনি পার্টির লোকদের এই ভাতাগুলো সরাসরি সুবিধাভোগীরা পাচ্ছেন কিনা তা পরীক্ষা করতে বলেছেন।
বৈঠক সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দলকে আরো গতিশীল করতে নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন হাসিনা।
তিনি আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে সকলের প্রতি আহ্বান জানান।
তিনি এ ধরনের সহিংসতা সম্পর্কে জনগণকে সচেতন করার পাশাপাশি বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগের বিরুদ্ধে সজাগ থাকার জন্য সারাদেশের আ’লীগ সদস্যদের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০