নিউজ ডেক্স
বাবুর্চী ও রন্ধন শ্রমিকরাও পেল প্রধানমন্ত্রীর উপহার
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনা ভাইরাসের লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে রান্নার কাজে নিয়োজিত রন্ধন শিল্পীরা। যাদের খবর এখনো পর্যন্ত কেউ নিচ্ছেন না। তাদের জীবন যাপনের বাস্তব চিত্র উপলব্দী করে রন্ধন কাজে নিয়োজিতদের পাশে দাঁড়িয়েছি। বর্তমান সরকারের পদক্ষেপে কেউ অনাহারে থাকবেনা এটাই আমাদের লক্ষ্য। আজ সকালে নগরীর কাজির দৈড়রী সমাদর কমিউনিটি সেন্টাওে প্রায় ২ হাজার এসব শ্রমিকদের মাঝে এই উপহার তুলে দেয়ায়র সময় মেয়র এসব কথা বলেন। এসময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, মহানগর আওয়ামী লীগের সদস্য বেলাল আহমেদ, আবুল বাবুচী, হাবীব বাবুর্চি, বুলবুল বাবুর্চি, রউফ বারুচী, আবুল হাসনাত সুমন, জাহাঙ্গীর আলম প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০