ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

পিআইবি’র উদ্যোগে দুইদিন ব্যাপী নারী ও শিশু বিষয়ক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ভিশন
২০ অক্টোবর ২০২১, ১১:৩৫ অপরাহ্ণ

Link Copied!

মিজানুর রহমান: প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপী নারী ও শিশু বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সুনামগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন। বৃহস্পতিবার বিকালে প্রশিক্ষন কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

দুই দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার সমন্বয়কারী হিসেবে দায়িত্বপালন করেন পিআইবি’র পরিচালক (প্রশাসন) ও সুনামগঞ্জের কৃতি সন্তান আফরাজুর রহমান। প্রশিক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম। প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক সংবাদ এর জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক, দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক প্রকাশক ও এসএটিভি’র জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন এর বার্তা সম্পাদক আল হেলাল, দৈনিক হাওরাঞ্চলের কথা’র বার্তা সম্পাদক আলাউর রহমান, সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও সোনালী খবর পত্রিকার জেলা প্রতিনিধি ফরিদ মিয়া, ফোরামের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক গণকণ্ঠ জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক নয়া দিগন্ত জেলা সংবাদদাতা তৌহিদ চৌধুরী প্রদীপ, দৈনিক পুনরুত্থান পত্রিকার জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমেদ, আমার বার্তার জেলা প্রতিনিধি মো: আফজাল হোসেন, দৈনিক স্বাধীন বাংলা জেলা প্রতিনিধি বাবুল মিয়া, গাজী টিভি জেলা প্রতিনিধি শাহরিয়ার সুমন, সংবাদ প্রতিদিন’র জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম, সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার আশিস রহমান, সুনামগঞ্জের ডাক’ স্টাফ রিপোর্টার সুলেমান মিয়া, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি ও সুনামগঞ্জের খবর বিশ্বম্ভরপুর প্রতিনিধি স্বপন কুমার বর্মন, দৈনিক শ্যামল সিলেট জামালগঞ্জ প্রতিনিধি জিয়াউর রহমান, দৈনিক হাওরাঞ্চলের কথা’র স্টাফ রিপোর্টার মিজানুর রহমান সহ প্রশিক্ষনে অংশগ্রহনকারী বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০জন সাংবাদিক। উদ্বোধন কালে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, বর্তমান সরকার অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে। সেগুলো জাতির সামনে তুলে ধরা সাংবাদিকদের কাজ। সেই সাথে আমাদের কোথাও ভুলত্রুুটি হলে সেটাও ধরিয়ে দেয়া গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও কর্তব্য। সম্প্রতি দেশজুড়ে ধর্মীয় উম্মোধনা প্রতিরোধ সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ন। সুনামগঞ্জের শান্তি সম্প্রীতি বজায় রাখতে অতীতের ন্যায় আপনারা প্রশাসনকে সহায়তা করার আহবান জানান। তিনি আরও বলেন, সকলের সহযোগিতা সুনামগঞ্জে শান্তি শৃংখলা বজায় উস্কানিমুলক খবর প্রকাশ না করতে অনুরোধ করেন। পিআইবি’র পরিচালক আফরাজুর রহমান বলেন, পিআইবি দেশ ব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করে আসছেন। পিছিয়ে পড়া গণমাধ্যমকর্মীদের উপযুক্ত প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ সংবাদকর্মীতে রূপান্তর করতে কাজ করছে। হাওর সাংবাদিকতার উপরও তিনদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হাওরাঞ্চলের সাংবাদিকদের আবাসিক সুবিধার জন্য পিআইবি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয়েছে। অনেক গণমাধ্যমকর্মী আছেন যাদের আর্থিক সামর্থ নেই যে, তারা ঢাকায় গিয়ে নিজস্ব খরচে অবস্থান করে প্রশিক্ষন গ্রহন করবেন। সে জন্যই সরকারী অর্থায়নে সাংবাদিকদের আবাসিক সুবিধা নিশ্চিত করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। জেলা পর্যায়ে প্রতি বছরই সাংবাদিকদের প্রশিক্ষনের সুযোগ দেয়া হলেও অনেক সাংবাদিক আছেন যারা কখনও প্রশিক্ষনের সুযোগ পায়নি। তাদেরকে এ বছর অর্ন্তভুক্ত করা হয়েছে।

405 Views

আরও পড়ুন

জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করলো ছাত্রদল নেতা শাহরিয়ার 

গাজীপুরের অগ্রভাগে আন্দোলনের রাজপথে অবিচল সৈনিক: মোমিনুর রহমান

রাবিতে বহ্নিশিখার আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণের সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকনাফে পাহাড়ে ডাকাত দলের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী গোলাগুলি,বিপুল পরিমাণ দেশী-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

পারকি সৈকতের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ

হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

অ্যালামনাই ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জবিতে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী

অ্যালামনাই ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জবিতে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে নগদ সহায়তা দিলেন এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আনন্দ ভ্রমণ

জুলাই-আগস্ট ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির মাস: হোসেন আলী

সুনামগঞ্জ হাসপাতালে নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন