ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ

ঢাবি সাংবাদিক সমিতির ৩৪ তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত

প্রতিবেদক
নিউজ ভিশন
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৬ অপরাহ্ণ

Link Copied!

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ‘তথ্যে তারুণ্যে নিত্য সত্যে’ এই স্লোগানকে ধারণ করে পালিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বৃহস্পতিবার সকাল ১০ টায় সমিতির কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পরে টিএসসি প্রাঙ্গনে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির, সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম নিবিড়, টিএসসি কর্মকতাবৃন্দ ও সমিতির সদস্যবৃন্দ ।

৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শুধু ঢাকা বিশ্ববদ্যিালয়েরই ওয়াচডগ নয়। এটি সমগ্র জাতির জন্য কাজ করছে। যদিও সারা দেশে এরকম অনেক পেশাজীবী সংগঠন রয়েছে। কিন্তু ডুজার একটি স্বতন্ত্র মাত্রা আছে। কারণ এর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় নামটি জড়িত। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই জাতীয় অন্যান্য ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সাংবাদিকদের বস্তুনিষ্ঠতার বিষয়টি উল্লেখ করে উপাচার্য বলেন, সাংবাদিকরা শুধুমাত্র একটি বিষয়কে তুলে ধরেনা, বরং এর একটি সিভিলাইজিং ইনফ্লুয়েন্স বিশ^বিদ্যালয় প্রশাসনের উপর পড়ে। আমরা এটিকে এভাবে দেখা উচিত- সাংবাদিক সমিতির ভূমিকা যেন বিশ্ববিদ্যালয়ের জন্য , সমগ্র জাতির জন্য সিভিলাইজিং ইনফ্লুয়েন্স বহন করে। সিভিলাইজং ইনফ্লুয়েন্স হলো এরকম যে, আমরা যখন একটি বক্তব্য পাবো , তখন বক্তব্যটিকে আউটরেজ নেগেট বা রিজেক্ট না করে , সেটি খতিয়ে দেখে এ্যাড্রেসের ব্যবস্থা করলে এবং সেই নিরিখে উন্নয়নের দিকে অগ্রসর হই, তাহলে একটি সমাজ এগিয়ে যাবে।

সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির বলেন, সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার আজ ৩৪ বছরে দাড়িয়ে। প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে সমিতির সাবেক, বর্তমান সবাইকে জম্মদিনের শুভেচ্ছা। ডুজা বিশ্ববিদ্যালয়ের জন্য সবসময় প্রকৃত ওয়াচডগের ভূমিকা পালন করে আসছে। পূর্ববর্তীদের বস্তুনিষ্ঠতা ও সততার ধারাবাহিকতা বজায় রেখে এই সমিতি আগামীতেও তার সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।

সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম নিবিড় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু উজ্জীবিত তরুণদের হাত ধরেই ১৯৮৫ সালের এই দিনে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। তথ্যে তারুণ্যে নিত্য সত্যে এ স্লোগান কে ধারণ করে এই প্রতিষ্ঠানের পথ চলা। এসময় তিনি সবাইকে সাংবাদিক সমিতির পক্ষ থেকে জম্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন।  

334 Views

আরও পড়ুন

জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে কাজ চালিয়ে যাচ্ছে- মোহাম্মদ শাহজাহান

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ মহেশখালী উপজেলা–মহেশখালীতে ড. হামিদ আযাদ

বিশ্বম্ভরপুরে বনিক সমিতির পহেলা বৈশাখের ফুটবল টুর্নামেন্ট

শান্তিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

শান্তিগঞ্জে দাখিল পরীক্ষার্থী তাহমিনা বেগম মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

শেরপুরের ঝিনাইগাতীতে কুয়া খুঁড়তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই ব্যক্তির মৃত্যু

ইয়াবা কারবারি দুই সহোদর গ্রেপ্তার, অধরা মুল হোতা!

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে দ্রুত স্থাপনের দাবীতে মানববন্ধন

গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা

বাজারে আসছে আইপি ৬৯-রেটেড’ স্মার্টফোন রিয়েলমি ‘সি৭৫এক্স’