৩ বলে শূন্য এবং ৯ বলে ১২। আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে সাব্বির রহমানের স্কোর। এমনিতে এই পারফরম্যান্সকে ব্যর্থতা হিসেবেই দেখা হবে। তবে সাব্বিরের এই পারফরম্যান্স থেকেও ইতিবাচক দিক খুঁজে নিতে চান বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স।
এই অস্ট্রেলিয়ান বলেছেন, সাব্বির দেখিয়েছেন ব্যাট হাতে তিনি কী করতে পারেন। সাব্বিরের সামর্থ্যের ঝলক দেখার পাশাপাশি দুই ম্যাচে ওপেন করা মেহেদি হাসান মিরাজকে নিয়েও আশাবাদী সিডন্স। মিরাজকে বাড়তি স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও জানালেন এই কোচ।
অস্ট্রেলিয়ায় ১৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে এই টুর্নামেন্টের অন্য দল পাকিস্তান।
ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের আগে দেশে প্রস্তুতি ক্যাম্প ঠিকঠাক না হওয়ায় আরব আমিরাতে ক্যাম্প করার কথা জানায় বিসিবি। যেখানে পরে আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের সিরিজও যোগ করা হয়।
প্রথম ম্যাচে ৩৭ বলে ৪৬ রান করেন মিরাজ। পরের ম্যাচে করেছেন ১৪ বলে ১২ রান। দলের আস্থার প্রতিদান দিতে পেরে আনন্দিত মিরাজ বলেছেন, ‘প্রথমত টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ। তারা বিশ্বাস করেছে যে আমি ওপেনিং করলে হয়তো ভালো হবে। আমি দেশে যখন খেলেছি কাজ করেছি, জেমিও আমার সঙ্গে কিছুদিন ইনডোরে-আউটডোরে কাজ করেছে। সেখান থেকে আত্মবিশ্বাসটা পেয়েছি।