ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

সাকিবের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন

প্রতিবেদক
নিউজ ভিশন
১৮ এপ্রিল ২০২১, ১০:৩৭ অপরাহ্ণ

Link Copied!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে ব্যাটে-বলে ফ্লপ সাকিব আল হাসান। বাংলাদেশি এই তারকা অলরাউন্ডারের পারফরম্যান্সে অখুশি বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

আইপিএলের ১৪তম আসরে নিজেদের তিন ম্যাচের দুটিতে হেরে যায় কেকেআর। তিন ম্যাচে ব্যাটে বলে উল্লেখ করার মতো তেমন কোনো পারফরম্যান্স করতে পারেননি সাকিব।

জাতীয় দলের হয়ে টেস্ট না খেলে আইপিএল খেলতে গিয়ে সুবিধা করতে পারছেন না বাংলাদেশ দলের এই অলরাউন্ডার। আগের দুই ম্যাচে ব্যাট হাতে মাত্র ১২ রান করেন সাকিব। আর বল হাতে ৫৭ রানে নেন মাত্র ২ উইকেট।

রোববার বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বোলিংয়ে প্রথম ওভারে ৭ রান খরচ করা সাকিব নিজের দ্বিতীয় ওভারে খরচ করেন ১৭ রান। দুই ওভারে ২৪ রান খরচ করায় তাকে দিয়ে আর বল করানোর সাহস পাননি কেকেআরের ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান।

বল হাতে পুরোপুরি ব্যর্থ সাকিব ভক্তরা আশায় ছিলেন ব্যাটিংয়ে সাকিব পুষিয়ে দেবেন। কিন্তু ব্যাটিংয়েও তেমন কিছু করতে পারেননি।
আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৯ বলে ৯ রান আর বল হাতে ২৩ রানে এক উইকেট শিকারের পরই সাকিবকে একাদশে রাখা নিয়ে প্রশ্ন ওঠে।

রোববার সাকিবের সামনে সুযোগ ছিল দলের প্রয়োজনে ব্যাটিং তাণ্ডব চালিয়ে কাঙ্ক্ষিত জয় উপহার দেওয়ার। কিন্তু ব্যাট করতে নেমে রীতমতো হতাশ করলেন সাকিব। দলের জয়ে শেষদিকে কেকেআরের ওভার প্রতি ১৫ বা তার বেশি রান করতে হতো। তখন সাকিব আউট হন ২৫ বলে মাত্র ২৬ রানে। উইকেটে সেট হয়েও ব্যাটিং তাণ্ডব চালাতে পারেননি তিনি।

অথচ উইকেটের অন্যপ্রান্তে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের স্বপ্ন দেখিয়ে যান আন্দ্রে রাসেল। তাকে যোগ্য সঙ্গ দিত পারেননি সাকিব। এমন ছন্নছাড়া পারফরম্যান্সের কারণে পরের ম্যাচে কেকেআরের একাদশে সাকিবের সুযোগ পাওয়া  অনিশ্চিত হয়ে গেল।

231 Views

আরও পড়ুন

মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী
মাহফুজা জেরিনের জিপিএ-৫ অর্জন, হতে চান ডাক্তার

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ

ফেনীর ফুলগাজীতে বন্যায় পানিবন্দিদের উদ্ধার করলো ফুলগাজী ফায়ার সার্ভিস টিম

শান্তিগঞ্জে বিনামূল্যে গরু ও ভেড়া বিতরণ 

টেকনাফে চার শতাধিক অসহায়-ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে র‌্যাব ও কোস্টগার্ডের ত্রাণ সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে এসএসসি ফলাফলে শীর্ষে সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয় ও পিছিয়ে সুরমা উচ্চ বিদ্যালয়

দৌড়ের উত্তাপে মৌলভীবাজার:
শুরু হচ্ছে ‘সামার ৭.৫ কি.মি রান ২০২৫’-এর রেজিস্ট্রেশন

এসএসসির ফলাফল বিপর্যয়: দায় কি শুধু শিক্ষার্থীদের?

শান্তিগঞ্জে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ

দাখিল পরীক্ষায় দ্বিতীয় স্থান: তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখার সাফল্য ও হতাশা একসাথে

আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

১৪ জুলাই পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল জনসভা